আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি @cric-world কর্তৃক আয়োজিত 'আমার প্রিয় ক্রিকেট গেম এ্যাপ রিভিউ' কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে যে ক্রিকেট গেমটির উপর রিভিউ দিতে যাচ্ছি সেটি হলোঃ
🎮ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২🎮
এটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট গেম। এটি অনলাইনেও খেলা যায় অফলাইনেও খেলা যায়।
গেমটি সম্পর্কে কিছু তথ্যঃ
Screenshoot
Screenshoot
এই গেমে ১৮ টি জাতীয় ক্রিকেট দল ও ৪২ টি বড় ক্রিকেট স্টোডিয়াম অন্তর্ভুক্ত করা আছে। যেগুলোতে দিনে বা রাতে যেকোনো সময় খেলা যায়।
ডেভেলপার | নেক্সটওয়েভ মাল্টিমিডিয়া |
---|---|
প্রকাশক | নেক্সটওয়েভ মাল্টিমিডিয়া |
প্লাটফর্ম | অ্যান্ড্রোয়েড, আইওএস, মাল্টিমিডিয়া |
প্রকাশ | ২০১৫ |
ধরণ | ক্রিকেট খেলা |
মোড | একক, মাল্টিপ্লেয়ার |
সাইজ | ৪২৫ মেগাবাইট |
ডাউনলোড | ৫০ মিলিয়নেরও বেশী |
রিভিউ | ২ মিলিয়নেরও বেশী |
গুগল প্লে রেটিং | ৪.৩/৫ |
মোড বা ধরণ
Screenshoot
এই গেমটিতে ১১টি আলাদা আলাদা মোড বা ধরণ আছে। গেমটি অনলাইনেও খেলা যায় আবার অফলাইনেও খেলা যায়। গেমের মোডগুলো হলোঃ
১। ৫০ ওভারের বিশ্বকাপ
২। ন্যাশনাল প্রিমিয়ার লীগ (এনপিএল)
৩। ফ্রী আনলক
৪। ওডিয়াই বিলাটেরাল সিরিজ
৫। টি-২০ বিশ্বকাপ
৬। এশিয়ান কাপ
৭। এ্যাসেজ টু এ্যাসেজ
৮। ২ ওভার ব্লিজ টুর্নামেন্ট
৯। কুইক প্লে
১০। টেস্ট ক্রিকেট
১১। প্রাকটিজ মোড
গ্রাফিক্স
Screenshoot
এই গেমটি যেমন অসাধারণ তেমনি গেমটির গ্রাফিক্স ও অসাধারণ। গেমটির গ্রাফিক্স সত্যি প্রশংসনীয়।
Screenshoot
গেমটির গ্রাফিক্স এত ভালো যে দেখে মনে হবে না যে এটা মাত্র ৪২৫ মেগাবাইট এর অ্যাপস এর গেম। আশা করি আপনাদের কাছেও গেমটির গ্রাফিক্স অনেক ভালো লাগবে।
খেলার নিয়ম
Screenshoot
- প্রথমে একটি মোড সিলেক্ট করতে হবে যেমন আমি কুইক প্লে সিলেক্ট করেছি। তার একটি দল বেছে নিতে হবে ও প্রতিপক্ষ বেছে নিতে হবে। তারপর জার্সির রঙ ও প্যাটার্ন বেছে নিতে হব। তারপর হবে টস।
Screenshoot
- তারপর শুরু হবে জাতীয় সংগীত। জাতীয় সংগীতের পর দুই দল মাঠে নেমে পড়ে।
Screenshoot
- তারপর খেলা শুরু হয়ে যায়। জোরে হিট করার জন্য loft বাটনে ক্লিক করতে হয়। ক্লিক করার পর যেদিকে মারা ইচ্ছা সেদিকে হালকা সামনের দিকে টানতে হবে।
Screenshoot
- বোলিং বল করার সময় যেকোনো পার্শ থেকে বল করতে পারবে। উপরের ছবিটিতে বাম পাশের হলুদ দাগ যদি বল করার সময় nb তে অবস্থান করে তাহলে বলটি নো বল হবে ও প্রতিপক্ষ একটি ফ্রি হিট পাবে। বোলার যেকোনো যায়গায় বল ফেলতে ও যেকোনো পার্শে বল সুইং করতে পারবে।
Screenshoot
- খেলা শেষ হওয়ার পর যে দল জিতবে সেই দলের যেই খেলোয়ার সবচেয়ে বেশী ভালো খেলবে সে ম্যাচ সেরা খেলোয়ারের পুরষ্কার পাবে।
কম্পিউটার
এই গেমটিতে অসাধারণ গ্রাফিক্সের সাথে আছে কম্পিউটারের ব্যবস্থা। রান আউট ক্যাচ বা এল বি ডব্লিউ এর মতো কঠিন সিদ্ধান্তগুলো যেগুলো আম্পায়ার নিতে পারে না সেগুলো টিভি আম্পায়ারের কাছে পাঠায়। টিভি আম্পায়ার সেটা কম্পিউটারের মাধ্যমে ভালোভাবে পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেয়।
আমার মতামত
আমি ছোটোবেলা থেকে গেমটি অনেক খেলেছি। আমার খেলা এটি সবচেয়ে ভালো ও জনপ্রিয় ক্রিকেট গেম। সময় পার করার জন্য ও বিনোদনের জন্য খুব দারুন একটা এ্যাপস। গেমের মান ও অনেক ভালো এবং গ্রাফিক্স দূর্দান্ত। গেমটি একবার খেললে অবশ্যই ভালো লাগবে।
তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের ক্রিকেট গেম রিভিউ। আশা করি আমার রিভিউটি আপনাদের ভালো লেগেছে।
This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.
For more updates, keep following @steemitblog.
Best Regards!!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit