[Clicked by me with: VivoY15s]
আজকের দিনটা আমার একটা ব্যস্তময় দিন ছিল৷ অবশ্য টাইটেল দেখেই বুঝতে পারছেন৷
কেমন আছেন সবাই? আমি @mdjubair আপনাদের মাঝে আবারো হাজির হলাম আমার আজকের দিনটা শেয়ার করতে। আশা করি আমার সাথেই থাকবেন৷
আজ সকালে ঘুম থেকে উঠি দেরিতেই৷ উঠেই দেখি প্রচন্ড গরম পড়েছে। যাই হোক ফ্রেশ হয়ে নাস্তা করলাম। পরে আবার বসলাম ল্যাপটপ নিয়ে নিজের কিছু হোমওয়ার্ক শেষ করার জন্য। ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে প্রায় ১২:০০মিনিট বেজে গেল৷
তারপর গেলাম গোসল করতে৷ গোসল শেষে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে গেলাম কোচিং যাওয়ার জন্য।
ওও হ্যা, আজকে আমার প্রথম ক্লাস ছিল৷ আমি অটোক্যাড শিখার জন্য একটা বন্ধুর সাথে কথা বলি। পরে সে বললো যে তাহলে চল একজন স্যারের সাথে কথা বলে স্যারের কাছে শিখি। তাই চলে গেলাম স্যারের কাছে৷
যাওয়ার সময় প্রচন্ড গরম ছিল অসহ্য লাগতেছিল৷ গেলাম কোনরকমে। কি করার, হাহাহা৷
পরে স্যারের সাথে দেখা হয়। সেখানে প্রায় ৩ ঘন্টা ছিলাম৷ আজকে তেমব ক্লাস হয়নি কারণ প্রথম ক্লাস ছিল৷ পরে বের হয়ে গেলাম বাসায় আসার জন্য৷ বের হতেই দেখি, আকাশে কালো মেঘ জমে আছে৷ আর অল্প অল্প বৃষ্টি হইতেছে।
এটাই ভালো হইছিল, যাওয়ার সময় গিয়েছি ঘেমে আর আসার সময় আসলাম ভিজে, হাহহাহা।
ব্যস্ততা থেকে যদি ভালো কিছু করা যায়, সেটা কি লাভ হবে না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit