Food Review (10% for carepoint70)

in hive-198612 •  2 years ago 

FB_IMG_1660715820623.jpg

গুলশান এর ভিতর একমাত্র বাফেট রেস্টুরেন্ট আমার প্রিয় এটাই The Rio Lounge বাফেট খেতে ইচ্ছা করলে আমি এখানে চলে যাই আর ফ্যামিলির সাথে থাকলে তো কোন কথাই নেই অপশন একটাই।

তাদের খাবার গুলো যেমন ভালো লাগে তেমন তাদের খাবারের ডেকোরেশন টা অনেক ভালো লাগে সাথে তাদের ইনটোরিওর টা বেশ দারুন।

নিচে তাদের বেস্ট বেস্ট আইটেম গুলো লিস্ট দিলাম,যা ঢাকাতে আর কোথাও ই এভেইলএবল নেই এমন।

FB_IMG_1660715822471.jpg

𝐒𝐞𝐚𝐟𝐨𝐨𝐝

🔘 Octopus /
Whole Coral BBQ (Sunday- Wdnesday for Happy Hour)
🔘 Crab BBQ / Masala Crab
🔘 Prawn Lemon Curry/
Prawn Malai Curry/
Prawn Chilli Onion
🔘 Whole Tandoori Pomfret
🔘 Fried Squid Calamari
🔘 Grilled Kingfish
🔘 Dory Fish Tikka
🔘 Dory Fish Fillet
🔘 Szechuan Fish/ Sweet & Sour Fish
🔘 Tuna Sandwich
🔘 Seafood Clear Soup

ব্যুফে অক্টোপাস পাওয়া যাবে সাথে টুনা স্যান্ডুইচ, ডরি ফিস ফিলে,তাছাড়া স্কুইড, কালামারি। সবই জোস এর সাথে ছিলো পমফ্রেট এর তান্দুরি। একদম পয়সাউশুল সিফুড এর মেলা। তাছাড়া অন্যান্য আইটেম তো ছিলোই।

Price - Lunch জনপ্রতি ১০৫০টাকা (১০০+ আইটেম)
and Dinner জনপ্রতি ১২৫০টাকা মাত্র (১২০+ আইটেম (vat included)।

সত্যি কথা বলতে এত ভালো লাগবে আমিও বুঝিনি বোনের মন জয় ভালই লাগলো ছোট বোন বলে কথা মন খারাপ করে থাকলে বড় ভাইয়ের কি আর ভালো লাগে।

ভালো বিষয় ৪-৭ বছরের বাচ্চার জন্য প্রাইস অর্ধেক সবকিছু মিলিয়ে তাদের এখানে গেলে বেশ মজা করে আসা যায় খাওয়া-দাওয়ার সাথে।

Location : Pink City, Lift -8

FB_IMG_1660715824303.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png