Food Review (10% for carepoint70)

in hive-198612 •  2 years ago 

FB_IMG_1661404303647.jpg

ধানমন্ডির অন্যতম সুন্দর একটি রেস্টুরেন্ট নিয়ে আবারও

Place: Adda Multi Cuisine Restaurant
Location: ধানমন্ডি ল্যাব এইডের অপোজিটে।

FB_IMG_1661404301576.jpg

কোলাহলপূর্ণ কংক্রিটের শহরে সবুজের দেখা পাওয়া অবশ্যই দৃষ্টিনন্দন। এখানেও যে কোলাহল পৌছায় না তা নয়, তবে তাদের পরিবেশ আমাকে মুগ্ধ করে, সাথে তাদের খাবারও

FB_IMG_1661404295623.jpg

৪বন্ধু মিলে গিয়ে তাদের Prix Fixe মেন্যুর A, B, E, F নিয়েছিলাম যার মধ্যে আমি ট্রাই করেছিলাম Prix Fixe F(380৳), এবং ফ্রেন্ডরা মিলে আরো ট্রাই করেছিলাম তাদের ৪৬০টাকার ম্যাক অ্যান্ড চীজ…

FB_IMG_1661404309317.jpg

ডিটেইলসঃ

প্রিক্স ফিক্স এফ প্ল্যাটারে ছিল
🔸নান(গার্লিক বা বাটার)
🔸তান্দুরী চিকেন ১পিস
🔸ডাল অথবা গুজরাটি ভেজিটেবিল
🔸সফট ড্রিংকস অথবা মিনারেল ওয়াটার
বাটার নান এবং ডাল চুজ করেছিলাম। নানটা একেবারে ফ্রেশ আর সফট, কোনো সগি টাইপের ভাব নেই, স্পাইসী তান্দুর আর ঘন ডাল বাটার ফ্রাইয়ের সাথে খুবই ভাল একটা কম্বো। আমার কাছে ডাল একটু বেশী ঘন লেগেছে কিন্তু আই গেস এটা যার যার পার্সপেক্টিভ। ১জন পেট ভরে খেতে পারবেন অথবা দুজন শেয়ার করে খেতে পারবেন। সফট ড্রিংকস চুজ করা উচিৎ (লাভজনক😉)

FB_IMG_1661404297631.jpg

ম্যাক অ্যান্ড চীজ আমার কাছে লাগলো দুজনের পরিমাণে ছিল, আমরা ৪জনই শেয়ার করে খেয়েছি। চিকেন পাবেন ভরপুর আর চীজ কম্বিনেশনটা মজা অনেক, ৪৬০টাকা প্রাইস অনুসারে কোয়ান্টিটি অনেক ভালই ছিল, আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ

FB_IMG_1661404287932.jpg

খাবারের পাশাপাশি আড্ডা দেওয়ার জন্যও প্লেসটা আমার পছন্দ। খাবার দিতে একটু লেইট হয় রাশ আওয়ারে, কিন্তু আড্ডা দেওয়ার জন্য আমার কাছে সেটা একটা প্লাসপয়েন্টই বাদে, অনেকক্ষণ বসে ভরপুর আড্ডা দিতে পারবে

FB_IMG_1661404324917.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png