What is Cryptocurrency || Cryptocurrency কি/কাকে বলে।

in hive-199722 •  3 years ago 

Hello Friends,

How is everyone, I hope everyone is living a healthy and beautiful life. I am also very well in your prayers and by the grace of Allah Alhamdulillah.
______ &
Today I will discuss with you what is Cryptocurrency and / or what.

We will also talk about the types, advantages, disadvantages and advantages off Cryptocurrency.

What is Cryptocurrency:-

what-is-the-best-time-to-invest-in-cryptocurrency.jpgSource

So friends,

As you all know, with the advent of the modern and digital age of the Internet, every technology has its benefits.

But the things that have advantages also have disadvantages.

In the same way, cryptocurrency is a modern advantage which cannot be said to have profit and loss.

They have to be bought and sold abroad, traded or bought to get their own benefits and necessities.

And we need currency to move this buying and selling process forward.

With money we can buy anything and make it our own.

And in this case, each country must have its own cryptocurrency.

For example, in Indian Rupee "(Indian rupee)"
In the United States "(United States dollar)"
Bangladesh has "(Bangladeshi taka BDT)"
Etc.

And we can see, touch and use such coins and according to its rules we use them in the market.

However, cryptocurrency is a type of currency that is the complete opposite of the common currency.

Because it is a digital currency that you cannot see with your eyes and cannot touch.
Because, cryptocurrency has no ghost size or shape.

Demand for this specialty has grown significantly as a result of recent corporate scandals.

Now maybe you understand what Cryptocurrency is all about.

What is cryptocurrency:-

images.jpegSource

Let's find out more about what cryptocurrency is.

In fact, cryptocurrency is a type of currency that can only be used and traded through the Internet.

And so such crypto currencies are considered as digital money.

And as I said before, we can't physically see or grab such digital currency.

Remember, the government has no role in cryptocurrencies.

Because such currency is called decentralized currency, no agency or government board has any right over them.

You can also hold cryptocurrencies as your digital asset. Using which you can do online shopping.

In addition to shopping, you can use these cryptocurrencies for various services.

Remember, Cryptographic technology is used in such currencies.

It is basically a peer to peer network system that we use to make purchases against the common currency through the internet.

Such currencies can be used without informing the government or the bank.

So many people say that cryptocurrencies can be used illegally.

There are many online platforms from which anyone can buy and sell cryptocurrency.

The most popular and common currency among all types of cryptocurrency is "Bitcoin".

It was first created and the most widely used is "Bitcoin".

There has been a lot of controversy over Bitcoin Cryptocurrency.

However, the use of Bitcoin is now very popular among cryptocurrencies and it is more widely used.

In addition to Bitcoin, there are many cryptocurrencies that you may or may not know about

I hope I have explained to you what Cryptocurrency is.

Cc:-

@greece-lover

Stay Home Stay Safe

Thank you all very much for reading my post.

Translation Bangla:-

আসসালামু আলাইকুম বন্ধুগণ,

সবাই কেমন আছেন, আশা করি সবাই সুস্থ ও সুন্দর জীবন-যাপন করছেন। আমিও আপনার প্রার্থনায় এবং আলহামদুলিল্লাহর রহমতে অনেক ভালো আছি।
______ &
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো Cryptocurrency কি এবং / কাকে বলে সেটি নিয়ে কথা বলবো।

আমরা Cryptocurrency ধরন, সুবিধা, অসুবিধা এবং সুবিধা সম্পর্কেও কথা বলবো।

Cryptocurrency কী:-

তো বন্ধুরা,

আপনারা সবাই জানেন, ইন্টারনেটের আধুনিক এবং ডিজিটাল যুগের আবির্ভাবের সাথে সাথে প্রতিটি প্রযুক্তিরই সুবিধা রয়েছে।

কিন্তু যেসব জিনিসের সুবিধা আছে তাদেরও অসুবিধা আছে।

একইভাবে, Cryptocurrency একটি আধুনিক সুবিধা যা লাভজনক এবং ক্ষতি বলেল খুব কম।

যে কোন দেশ বিদেশে কেনা-কাটা, লেন-দেন বা নিজের সুবিধা ও প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্য সেগুলো ক্রয় করতে হয়।

এবং এই কেনা-কাটা এবং লেন-দেনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় মুদ্রার (Currency)

মুদ্রার মাধ্যমে আমরা যেকোন জিনিস ক্রয় করে নিজের করে নিতে পারি।

এবং এক্ষেত্রে, প্রত্যেক দেশের নিজের আলাদা আলাদা মুদ্রা (Cryptocurrency) অবশ্যই রয়েছে।

যেমন, ইন্ডিয়াতে রয়েছে "(Indian rupee)"
আমেরিকাতে রয়েছে "(United States dollar)"
বাংলাদেশের রয়েছে "(Bangladeshi taka BDT)"
ইত্যাদি।

আর এই ধরনের মুদ্রা গুলোকে আমরা চোখে দেখতে পারি, স্পর্শ করতে পারি এবং এর নিয়ম অনুযায়ী আমরা হাট-বাজারে ব্যবহার করে থাকি।

তবে, Cryptocurrency হলো এমন এক ধরনের মুদ্রা যেটা সাধারণ মুদ্রার সম্পূর্ণ বিপরীত।

কারণ এটি হলো একটি ডিজিটাল মুদ্রা (digital currency) যেটা আপনি চোখে দেখতে পারবেন না এবং স্পর্শ করতে পারবেন না।
কেননা, Cryptocurrency কোন ভৌতিক আকার বা আকৃতি নেই।

প্রায়ই কিছু বছর আগে থেকেই এ ধরনের Cryptocurrency বা Digital Currency গুলোর চাহিদা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এখন হয়তো আপনারা Cryptocurrency কি বিষয়টি কিছু হলেও বুঝতে পেরেছেন।

Cryptocurrency কাকে বলে:-

চলুন Cryptocurrency কাকে বলে বিষয়টি আরো একটু স্পষ্ট ভাবে জেনে আসি।

আসলে, Cryptocurrency হলো এমন এক ধরনের মুদ্রা যেগুলোকে কেবল Online Internet এর মাধ্যমে ব্যবহার ও লেন-দেন করা সম্ভব।

আর তাই এধরনের Crypto মুদ্রা গুলোকে digital money হিসেবে ধরা হয়।

আর যা আমি আগেই বললাম, এ ধরনের ডিজিটাল মুদ্রা গুলোকে আমরা physically দেখতে বা ধরতে পারিনা।

মনে রাখবেন, Cryptocurrency গুলোর উপরে government এর কোন ধরনের ভূমিকা থাকছে না।

কারন এ ধরনের currency গুল Decentralized currency বলা হয় সেগুলোর উপর কোন agency বা government এর board এর অধিকার থাকেনা।

Cryptocurrency গুলোকে আপনি আপনার digital asset হিসেবেও ধরতে পারবেন। যেগুলোর ব্যবহার করে আপনি অনলাইন কেনা-কাটা শপং ইত্যাদি করা সম্ভব।

Shopping করা ছাড়াও আপনারা এই Cryptocurrency গুলোকে বিভিন্ন services জন্য ব্যবহার করতে পারবেন।

মনে রাখবেন, এ ধরনের Currency গুলোতে Cryptographic প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

এটি মূলত একটি Peer to Peer Network system যেটির ব্যবহার আমরা মূলত ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মুদ্রার বিপরীতে কেনাকাটা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি।

এ ধরনের currency গুলোর ব্যবহার government বা bankকে না জানিয়েও করা যেতে পারে।

তাই অনেকে বলে থাকেন যে Cryptocurrency গুলোর ব্যবহার অবৈধভাবেও করা সম্ভব।

বর্তমানে অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকেও যে কেউ Cryptocurrency থেকে কেনা-বেচা করে থাকেন।

প্রত্যেক ধরনের Cryptocurrency গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত মুদ্রা হলো "Bitcoin"

সবথেকে প্রথমেই এটাকে তৈরি করা হয়েছিল এবং সব থেকে অধিক ব্যবহার হয়েছিল এই "Bitcoin"

Bitcoin Cryptocurrency নিয়ে এমনিতেই প্রচুর তর্ক-বিতর্ক হয়েই এসেছে।

তবে বর্তমানে Cryptocurrency গুলোর মধ্যে Bitcoin এর ব্যবহার অনেক প্রসিদ্ধ এবং এটি অধিক ব্যবহার হয়ে থাকে।

এমনিতেই Bitcoin ছাড়াও এমন অনেক Cryptocurrency গুলো রয়েছে যেগুলোর বিষয়ে হয়তো আপনি জানেন বা জানেননা

আশা করছি Cryptocurrency কী/কাকে বলে সেটি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি।

আমার পোস্টটি ভাল লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দরভাবে জীবন যাপন করবেন।এবং এই মরণব্যাধি ভাইরাস থেকে বাঁচার জন্য অবশ্যই ঘরের মধ্যে থাকবেন।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...