Hostname হলো একটি FQDN এর সবচেয়ে বামের অংশ। Hostname হলো কোন একটি ডোমেইনের অধীনে অবস্থিত একটি সার্ভারের নাম। যেমন: www.google.com, mail.google.com, drive.google.com ইত্যাদি। এখানে www, mail, drive হলো এক একটি আলাদা সার্ভার যাতে আলাদা সার্ভিস চলমান থাকে।
Root Zone হলো ইন্টারনেটের DNS Hierarchical Name Space এর মূল। Root Zone এর মাধ্যমে ইন্টারনেটের সকল TLD সমূহ নিয়ন্ত্রন করা হয়। এই Root Zone কে ইন্টারনেটে তেরটি (১৩) Root Server এর মাধ্যমে হোষ্ট করা হয়েছে। এই তেরটি Root Server হলো A.ROOT-SERVER.NET, B.ROOT-SERVER.NET, C.ROOT-SERVER.NET……………… এভাবে M.ROOT-SERVER.NET পর্যন্ত।
Source
প্রতিটি Root Server আবার একটি ফিজিক্যাল মেশিনের মধ্যে সীমাবদ্ধ নয়। কাজের সুবিধার জন্য একেকটি Root Server এর বিভিন্ন Instance সমূহকে বিভিন্ন লোকেশনে রাখা হয়েছে। বিভিন্ন লোকেশনে ছড়িয়ে থাকা Instance সমূহ ক্লাষ্টারিং এর মাধ্যমে পরষ্পর সংযুক্ত যা Fault Tolerance ও Redundancy সুবিদা প্রদান করে। এই Root Server সমূহ হলো ইন্টারনেটে DNS রিসল্ভের প্রথম ধাপ। DNS রিসল্ভের সময় একটি লোকাল/আই.এস.পি এর DNS সার্ভার এই তেরটি Root Server এর যেকোন একটির কাছে Query পাঠায়। লোকাল/আই.এস.পি এর DNS সার্ভারে এই তেরটি Root Server এর FQDN ও IP Address লিপিবদ্ধ থাকে। আমরা এই লিংক থেকে এই Root Server সমূহের বিস্তারিত দেখে নিতে পারি।
একটি Root Server কিন্তু কোন ওয়েব এ্যাড্রেসের আই.পি রিসল্ভ করে না। Root Server লোকাল/আই.এস.পি এর DNS সার্ভার থেকে প্রাপ্ত Query এর Domain Name ও TLD এর উপর ভিত্তি করে সংশ্লিষ্ট Authoritative Name Server এর আই.পি টি কে লোকাল/আই.এস.পি এর DNS সার্ভারের কাছে পাঠায়। অতঃপর লোকাল/আই.এস.পি এর DNS সার্ভার উক্ত Authoritative Name Server এর কাছে DNS Query পাঠায়।
Source