জীবনে স্বপ্নের শেষ নেই কিন্তু সেই স্বপ্নেরও হয়তো একটা পরিসীমা থাকা প্রয়োজন। জীবন গোলাপের পাপড়ি বিছানো শয্যা নয়। জীবন এমন এক মর্মান্তিক বাস্তব যার প্রতিটা পরতে পরতে কন্টক যুক্ত। তারপরেও মানুষ স্বপ্ন দেখে নিশ্চিত সুখী সুন্দর একটা জীবনের। যেটা খুঁজতে খুঁজতে কখন যে জীবনের সবটুকু সময় অতিবাহিত হয়ে যায় সেটা আমরা খেয়ালই করতে পারিনা। আমাদের এই ছোট্ট জীবনের পরিশেষটা যে কোন মুহুর্তে, কবে, কত দিন পর সেটা আমরা নিজেরাই জানিনা।
[Dreams do not end in life, but that dream might also have a range. Life is not a bed of roses. Life is a tragic reality, with every garment being wear to wear. Even then people dream about a happy, happy life. We can not be sure that when all the time of life is spent, when we look for it. We do not know the end of this little life at any given moment, when, after so many days.]
তারপরেও জীবনের একটা বড় অংশ জুড়ে আমাদের কতনা স্বপ্ন আর তা বাস্তবায়নের পূর্ব পরিকল্পনা থাকে, যেখানে আমরা নিজেরাই নিজেদের শেষ নিঃশ্বাসের মুহুর্তের ক্ষণ সম্পর্কে একেবারেই অজ্ঞাত। কোন মুহুর্তে আমাদের জীবন লীলা সাঙ্গ হবে সেটা আমরা জানিনা কিন্তু জীবনের আগামী ৫০-৬০ বছরের সুখী এক জীবনের স্বপ্ন আর নানান পরিকল্পনায় বিভোর থাকি।
[Even then, we have a plan to implement our dream of a large part of life and to implement it, where we are unaware of the moment of our last breath. We do not know at any moment that our lives will be lit, but we live in a dream of a happy life of 50-60 years of life and in various plans.]
এ এক আশ্চর্য্য সত্য। কত দারুন ভাবে আমরা ভুলে যেতে পারি যে, যেকোন মুহুর্তে আমাদের শেষ নিঃশ্বাস আগত হতে পারে। মনেহয় যেন আমরা কখনো মরবোই না। আশ্চর্য্য এক জীবন আমাদের আর আশ্চর্য্য আমাদের জীবনাচরণ। স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি কিন্তু স্বপ্ন পূরণের সঠিক সে পথ টা যে কোনটা সেটার হদিস পেতে পেতেই অনেক মানুষের জীবন শেষ পাতায় চলে যায়।
[This is an amazing truth. How well we can forget that our last breath may be in any moment. Looks like we never die. Surprising Life is Our Surprisingness We love to dream but many people go to the last page as soon as they get to know the exact path to fulfill their dream.]
আবার অনেকে স্বপ্নের সেই স্বর্গীয় সিঁড়িতে আরোহণ করে অনেক ত্যাগ-তিতিক্ষা আর পরিশ্রমের দ্বারা। অনেকে বা স্বপ্নের সেই বন্দরে স্বপ্নের মতই অতিসহজে আরোহণ করতে পারে। সুখ...... সুখ জিনিসটা অতীব আপেক্ষিক এক আশ্চর্য্য সত্য। অনেকের অনেক কিছু আছে জীবনে কিন্তু কেবল সুখটাই নেই জীবনে। আবার অনেকের জীবনে বলার মত হয়ত কিছুই নেই, দু’বেলা দু’মুঠো ভাতের জোগাড় হয়ত করতে সারাটা দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু মনে আছে প্রশান্তি, সুখ আর সমৃদ্ধির ছায়া। এটাই জীবন... বড় বৈচিত্রময়...আশ্চর্য্যময়... কঠিন বাস্তবের এক সরাইখানা।।
[Many people climb on that heavenly staircase of dreams by many sacrifices and hard work. Many people or dreams can climb in the port of dreams as dream. Happiness ... happiness is a very real fact of happiness. There are many things in life but there is no happiness in life. There is nothing like saying in many lives, it is possible to spend two or two weeks of rice in the whole day, but remember that the shadows of tranquility, happiness and prosperity. That's life ... big variety ... amazing ... a simple room in a tough reality.]
You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has received a 0.31 % upvote from @booster thanks to: @rakesh.net.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit