তথ্যগত ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পাশে থেকে প্রেরনার অংশিদার হবেন, সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল।
ধ্বংসযজ্ঞ:
#রবার্ট ওপেনহেইমার , তিনি একজন হাঙ্গেরির নাগরিক ছিলেন, তিনি ছিলেন একজন পদার্থবিদ , তার পাশাপাশি #হাইড্রোজেন বোমার জনক ছিলেন। শিক্ষা জীবন কাটিয়েছেন #জার্মানি থেকে, তৎকালীন নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে ১৯৩৫ সালে #যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তার পর রচনা হয় এক ভয়ংকর অধ্যায়। এক বিশাল ধ্বংসযজ্ঞ, সারা পৃথিবী দেখে ছিলো সেই দিন, যাহা আর কখনো দেখেনি, আজ ও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি, #২য়-বিশ্বযুদ্ধ দেখিয়েছিলো পরাশক্তির ক্ষমতা, সাড়ে ৮ কোটি মানুষের মৃত্যু দেখে ছিলো পৃথিবীর মানুষ।
পরিনতি:
#যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আজ ও শেষ হয়নি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, বিশ্বের মোড়ল জাতি পরমাণু অস্ত্র বানাতে প্রতিযোগিতা শুরু করে, ধীরে ধীরে নিউক্লিয়ার বোমার পরিমাণ এতটা বেশি হয়েছে যার সংখ্যা ১৬৩০০ টি , তার মাঝে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে রয়েছে ১৪০০০ এর আশপাশে, বাকি গুলো অন্য সকল দেশে রয়েছে। মানব দ্বারা সৃষ্ট সব থেকে ভয়াবহ #আবিষ্কার, সামান্য ভুলের জন্য বিলিন হতে পারে মানব #সভ্যতা।।
পরিশেষে বলতে হয়, যুদ্ধ বিগ্রহ কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না।