#নিউক্লিয়ার এ যন এক বিশাল ধ্বংসযজ্ঞ।

in hydrogenbomb •  2 years ago 

images.jpeg

তথ্যগত ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পাশে থেকে প্রেরনার অংশিদার হবেন, সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল।

hiroshima_1628209660984_1628209688105.jpg

ধ্বংসযজ্ঞ:

               #রবার্ট ওপেনহেইমার , তিনি একজন হাঙ্গেরির নাগরিক ছিলেন, তিনি ছিলেন একজন পদার্থবিদ , তার পাশাপাশি #হাইড্রোজেন বোমার জনক ছিলেন। শিক্ষা জীবন কাটিয়েছেন #জার্মানি থেকে, তৎকালীন নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে ১৯৩৫ সালে #যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তার পর রচনা হয় এক ভয়ংকর অধ্যায়। এক বিশাল ধ্বংসযজ্ঞ, সারা পৃথিবী দেখে ছিলো সেই দিন, যাহা আর কখনো দেখেনি, আজ ও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি,  #২য়-বিশ্বযুদ্ধ দেখিয়েছিলো পরাশক্তির ক্ষমতা, সাড়ে ৮ কোটি মানুষের মৃত্যু দেখে ছিলো পৃথিবীর মানুষ।  

download.jpeg

পরিনতি:

           #যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আজ ও শেষ হয়নি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, বিশ্বের মোড়ল জাতি পরমাণু অস্ত্র বানাতে প্রতিযোগিতা শুরু করে, ধীরে ধীরে নিউক্লিয়ার বোমার পরিমাণ এতটা বেশি হয়েছে যার সংখ্যা ১৬৩০০ টি , তার মাঝে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে রয়েছে ১৪০০০ এর আশপাশে, বাকি গুলো অন্য সকল দেশে রয়েছে। মানব দ্বারা সৃষ্ট সব থেকে ভয়াবহ #আবিষ্কার, সামান্য ভুলের জন্য বিলিন হতে পারে মানব #সভ্যতা।। 

পরিশেষে বলতে হয়, যুদ্ধ বিগ্রহ কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!