Calcutta News / CN এর মত কিছু মিডিয়া চ্যানেল মুখ্যমন্ত্রীর বক্তব্যর ভুল ব্যাখ্যা দিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে

in india •  5 years ago 

Calcutta News / CN এর মত কিছু মিডিয়া চ্যানেল মুখ্যমন্ত্রীর বক্তব্যর ভুল ব্যাখ্যা দিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। এদের কোথায় কান দেবেন না ও প্ররোচিত হবেন না ও অশান্তি/গুজব ছড়াবেননা। CAB, CAA, NRC ধর্মীয় পক্ষপাতদুষ্ট ও এই কারণে অসাংবিধানিক/Unconstitutional/সংবিধান বিরোধী। ভারতের সংবিধানে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া আছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ/Secular দেশ। স্কুল বইয়ের প্রথম পৃষ্ঠায় থাকা সেই Constitution Summery ভুলে গেলেন? ভুলে গেলেন, যে সব ধর্মের, বর্ণ ও জাতির সাথে সমানভাবে ব্যবহারের নির্দেশ? তাই যেকনো দেশবাসীর ও প্রশাসনিক পদাধিকারীর সম্পূর্ণ অধিকার আছে এই বিলের/আইনের বিরোধিতা করার। যা সংবিধান বিরোধী ও আঘাতকারী, তা আইন নয়। আমি নিজেও ST/SC r রিজারভেশনের বিরোধী এই কারণে। কেউই কোনও বিশেষ সুবিধা পাবেনা , যা সুবিধা তা সমগ্র জনগণ তাদের বিশ্বাস, ভাবধারা ও মতামত নির্বিশেষে পাবে। অশান্তি ও গুজব ছড়াবেননা এবং প্ররোচনা দেবেননা ও ছড়াবেননা।
মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে নিজের দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন, যে নিজেদের কষ্ট দিয়ে পিটিশন , দরবার, আন্দোলন করতে... কিন্তু তাতে সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না করা হয়। আর এই বক্তব্যগুলিকেই বিকৃত করে অশান্তি ছড়াবার চেষ্টা চলছে। একটি বিল রাজ্য ও লোকসভায় পাশ হয়ে গেলেও তা যদি 'সংবিধান বিরোধী' হয় ,তাহলে তা মানতে অবশ্যই কেউ বাধ্য নয়, তাই সংবিধানে থাকা ' পাশ হয়ে যাওয়া আইন মানতে বাধ্য' নির্দেশ -এর যুক্তিও খাটেনা, কারণ এখানে সংবিধানের এক মৌলিক রায় (ধর্মনিরপেক্ষতা) সংবিধানের আরেক তুলনামুলক গৌণ রায়ের ( পাশ হয়ে যাওয়া বিল/ আইনের নির্দেশ মানতে হবে) সাথে সংঘাতে জড়িয়ে পরে।
তাই বলি, মানুষ অত বোকা নয়... তাঁরা মানব অধিকার ও যুক্তি বোঝে। অশান্তি পাকাবেন না। 🙂 PMO India Mamata Banerjee

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!