Calcutta News / CN এর মত কিছু মিডিয়া চ্যানেল মুখ্যমন্ত্রীর বক্তব্যর ভুল ব্যাখ্যা দিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। এদের কোথায় কান দেবেন না ও প্ররোচিত হবেন না ও অশান্তি/গুজব ছড়াবেননা। CAB, CAA, NRC ধর্মীয় পক্ষপাতদুষ্ট ও এই কারণে অসাংবিধানিক/Unconstitutional/সংবিধান বিরোধী। ভারতের সংবিধানে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া আছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ/Secular দেশ। স্কুল বইয়ের প্রথম পৃষ্ঠায় থাকা সেই Constitution Summery ভুলে গেলেন? ভুলে গেলেন, যে সব ধর্মের, বর্ণ ও জাতির সাথে সমানভাবে ব্যবহারের নির্দেশ? তাই যেকনো দেশবাসীর ও প্রশাসনিক পদাধিকারীর সম্পূর্ণ অধিকার আছে এই বিলের/আইনের বিরোধিতা করার। যা সংবিধান বিরোধী ও আঘাতকারী, তা আইন নয়। আমি নিজেও ST/SC r রিজারভেশনের বিরোধী এই কারণে। কেউই কোনও বিশেষ সুবিধা পাবেনা , যা সুবিধা তা সমগ্র জনগণ তাদের বিশ্বাস, ভাবধারা ও মতামত নির্বিশেষে পাবে। অশান্তি ও গুজব ছড়াবেননা এবং প্ররোচনা দেবেননা ও ছড়াবেননা।
মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে নিজের দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন, যে নিজেদের কষ্ট দিয়ে পিটিশন , দরবার, আন্দোলন করতে... কিন্তু তাতে সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না করা হয়। আর এই বক্তব্যগুলিকেই বিকৃত করে অশান্তি ছড়াবার চেষ্টা চলছে। একটি বিল রাজ্য ও লোকসভায় পাশ হয়ে গেলেও তা যদি 'সংবিধান বিরোধী' হয় ,তাহলে তা মানতে অবশ্যই কেউ বাধ্য নয়, তাই সংবিধানে থাকা ' পাশ হয়ে যাওয়া আইন মানতে বাধ্য' নির্দেশ -এর যুক্তিও খাটেনা, কারণ এখানে সংবিধানের এক মৌলিক রায় (ধর্মনিরপেক্ষতা) সংবিধানের আরেক তুলনামুলক গৌণ রায়ের ( পাশ হয়ে যাওয়া বিল/ আইনের নির্দেশ মানতে হবে) সাথে সংঘাতে জড়িয়ে পরে।
তাই বলি, মানুষ অত বোকা নয়... তাঁরা মানব অধিকার ও যুক্তি বোঝে। অশান্তি পাকাবেন না। 🙂 PMO India Mamata Banerjee
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!