বিদেশ প্রতিমন্ত্রী ভি.কে সিং মহাশয় নাকি টুইটারে বলেছেন যে, সন্ত্রাসবাদী মারা যাবার প্রমাণ দেবার জন্য পরের এয়ার-স্ট্রাইকে তিনি বিরোধী আর যারা প্রমাণ চাইছে তাদের যুদ্ধবিমানের নীচে বেঁধে পাঠাবেন। 😄😄😆 তা আমি ওনাকে বলি কি, প্রমাণ দেবার জন্য আর proper casualty মাপার জন্য এখনকার প্রত্যেকটি নতুন jet fighters এই FLIR এবং TAR SYS Inbuilt Recording সহ লাগানো থাকে , সেই ফুটেজ সেন্সরড ভাবে প্রকাশ করলেও হবে। 😜😜 মিরাজ-এর মত আধুনিক ফ্রেঞ্চ জেট ফাইটার-এ এই সিস্টেম নেই, এ কথা কখনই বিশ্বাসযোগ্য নয় !! যদি না আপনি, ভি কে সিং মহাশয় সেগুলি সব মিরাজের টিপ-রাডার সিস্টেম থেকে খুলে নিজের সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেন। 😸 জাস্ট বললাম আরকি! খেপবেন না প্লিজ !
English: Heard that Foreign Affairs minister #VK_Singh said in twitter that, he will tie and send opposition leaders and the people are questioning on effectiveness of the attack to the #Fighter_Jets in next #AirSurgicalStrike 😄😄😆. What i'm suggesting to him that, to show proof and to measure proper casualty now every fighter jets have #FLIR and #TAR_SYS with Inbuilt Recording installed, it'll be enough to publish even censored footage of that recording. 😜😜 It's unbeliveble that, Semi-Advanced #french fighter jets like #Mirage doesn't have these kind of system!! Unless You, Respectable Mr. V.K Singh took those from all Mirage's Tip-Radar System by dismantling and using them as your private #selfie_camera to take your selfies.😸 Just Saying, Please don't get angry and harm me. 😭 #AirStrike . #PulwamaAttack , #BalakotAirStrike #SurgicalStrike #indiapakistan #IAF