বিশ্বকাপ ফুটবল বর্তমান বিশ্বের সবচেয়ে জমকালো ও আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ। বর্তমানে বিশ্বকাপ ফুটবলে মোট ৩২টি দেশ অংশ গ্রহণ করে থাকে। বিশ্বকাপ জয় করা যেমন কঠিন ঠিক তেমনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করাও সহজ নয়।
শক্তির বিচারে ফুটবলে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, নেপাল প্রভৃতি দেশগুলো অনেক পিছিয়ে। বিশ্বকাপে অংশগ্রহণ তাদের কাছে স্বপ্নের মতো। তবে এই দেশগুলোর মধ্যে একমাত্র সৌভাগ্যবান দেশটি হচ্ছে ভারত।
কারণ একবার বিশ্বকাপ ফুটবল খেলার সুবর্ণ সুযোগ এসেছিল এই দেশটির সামনে। কিন্তু তার পরের ইতিহাস শুধুই লজ্জার।
১৯৫০ সালে ৪র্থ বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল ব্রাজিলে। এই আসরে মোট ১৬টি দেশ অংশগ্রহণের কথা ছিল। ইউরোপ থেকে ৭টি, আমেরিকা থেকে ৬টি,এশিয়া থেকে ১টি এবং চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের অংশগ্রহণের কথা ছিল।