Beauty of Creativity তে আমার পরিচিতি মূলক পোস্ট

in introduce •  2 years ago  (edited)



আসসালামু আলাইকুম


আমার পরিচিতি মূলক পোস্ট



প্রথমেই Beauty of Creativity একাউন্টের, এডমিন, মডারেটর এবং অন্য সকল সদস্যদের আমার পক্ষ থেকে জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও অনেক ভালো আছি।
আমি রিমন খান, আমার স্টিমিট আইডি @rimon03. আমি এখন থেকে Beauty of Creativity কমিউনিটির যাত্রা শুরু করতে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় Beauty of Creativity তে আমার আজকের এই পরিচিতমূলক পোস্ট করলাম।
আমার পুরো নাম:- খায়রুল ইসলাম (রিমন) , আমি একজন বাংলাদেশী। আমাদের পরিবারে আমরা পাঁচ জন সদস্য বাবা-মা এবং দুই ভাই এবং এক বোন। পরিবারের আমি বড় ছেলে এবং আমার ভাই বোন আমার থেকে ছোট। আমার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী।



আমার সখ হলো আমি ঘুরতে এবং বেড়াতে অনেক ভালোবাসি। এবং খেলাধুলা করতেও অনেক বেশি ভালবাসি তাই মাঝে মাঝে মাঠে গিয়ে ফুটবল এবং ক্রিকেট খেলে থাকি। এবং অবসর সময়ে আমি মুভি দেখতে এবং গল্পের বই পড়তে অনেক বেশি ভালোবাসি। এবং মাঝে মাঝে গান শুনতে এবং বলতে অনেক বেশি ভালো লাগে তাই গান বলে ফোনে রেকর্ড করে রাখি। অবশেষে আমি একজন ছাত্র তাই আমাকে পড়াশুনা করতে অনেক বেশি ভালো লাগে। তাই পড়াশোনাটাকে আমি বন্ধু হিসাবে নিয়ে উপভোগ করি ...❤️❤️...



IMG_20230430_135136.jpg

IMG_20230430_135234.jpg



ইনশাআল্লাহ আমি চেষ্টা করব Beauty of creativity কমিউনিটির সকল নিয়ম কানুন এবং রীতি নীতি সঠিক ভাবে মেনে চলার এবং তা সঠিকভাবে প্রয়োগ করার। সর্বোপরি আমি Beauty of creativity এর এডমিন, মডারেটর এবং অন্যান্য দায়িত্বে থাকা সকলের কাছে Beauty of Creativity কমিউনিটিতে ব্লগিং করার অনুমতি চেয়ে আমার আজকের পরিচিতিমূলক পোস্টটি শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এখানে সুন্দর ভাবে কাজ করতে পারি এবং সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি।
ধন্যবাদ সবাইকে।




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!