(ঈমান ও ইসলাম এর মধ্যে পার্থক্য )
১/ الايمان শব্দের অর্থ التصديق বা বিশ্বাস করা আর الاسلام শব্দের অর্থ الانقياد বা আনুগত্য করা ।
২/ الايمان বলতে আভ্যন্তরীন কার্যাবলীকে বুঝায় । আর الاسلام বলতে বাহ্যিক কার্যাবলীকে বুঝায় ।
৩/ الايمان শুধু قلب এর সাথে সম্পৃক্ত আর الاسلام কলব ও লিসান উভয়ের সাথে সম্পৃক্ত ।
৪/ ইমাম বুখারীসহ একদল উলামায়ে কেরামের মতে الايمان و الاسلام একই বস্তু । উভয়ের মধ্যে نسبة تساوي এর সম্পর্ক । যেমনি কুরআনে এসেছে.
فاخرجنا من كان فيها من المومنين فما وجدنا فيها غيرا بيت من المسلمين.
এখানে মুমিন ও মুসলিম বলতে একই পরিবারভূক্তকে বুঝানাে হয়েছে ।
৫/ কিছু সংখ্যকের মতে উভয়টি একটি অপরটির বিপরীতধর্মী । যেমনি কুরআনে এসেছে –
قا لت الاعراب امنا قل لم تؤمنوا ولكن قو لوا أسلمنا
৬/ অন্য একদলের মতে উভয়ের মধ্যে عموم و خصوص مطلق এর সম্পর্ক তথা ঈমান হচ্ছে عام আর ইসলাম হচ্ছে خاص । তাই বলা যায় যে,
فكل مؤمن ليس بمسلم وكل مسلم مؤمن
৭/ হাফেজ ইবনে হাজার আসকালানী র . বলেন -
انهما كا لفقير و المسكين إذا اجتمعا افترقا وإذا افترقا اجتمعا
অর্থাৎ উভয়টি الفقير ও المسكين এর ন্যায় । যখন একসাথে আসবে তখন পৃথক পৃথক অর্থ প্রদান করবে । আর যখন পৃথক স্থানে আসবে তখন একই অর্থ দেবে ।
৮/ কারাে মতে
هما كا لظهر مع البطن لا ينفصل أحدهما عن الأخر فا لايمان لا ينفصل عن الاسلام والاسلام لا ينفصل عن الايمان.
অর্থাৎ - এ দুইটি পেট ও পিঠের মতে
একটি অপরটি হতে পৃথক হতে পারে না । কাজেই ঈমান ইসলাম হতে এবং ইসলাম ঈমান হতে পৃথক নয়।
এই হাদীস টির বিস্তারিত জানতে পরের একটি পোস্ট দেখুন ।
Follow me.
@gentlee-boy