Jani Tumio Ghumate Paroni Song Is Sung by Sonu Nigam.
Jani Tumio Ghumate Paroni Song Credits:
- Song : Jani Tumi Ghumate Paroni
- Singer : Sonu Nigam
- Label : Sangeeta
Jani Tumio Ghumate Paroni Song Lyrics:
জানি তুমিও ঘুমাতে পারোনিআমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি ..
একটু সহজ হতে ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ,
একটু সহজ হতে ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ,
যদি দু'জনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি ছিল বলো তাতে।
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি ..