শ্যামা পূজার রাতে [Photography of Shyama Puja 2021]

in kalipuja •  3 years ago 

✨ শ্যামা পূজার রাতে ✨


দুর্গা পুজো উদযাপনের মতো এ বছরের শ্যামা মায়ের পুজোটাও দেখেছি নমো নমো করে কোনওমতে । করোনার আগে আমরা পাঁচ দিন ধরে দেখতাম । আসলে আমাদের এখানকার কালী পুজো হলো সারা ভারত বর্ষের মধ্যে নাম্বার ওয়ান । কত যে বৈচিত্র্যময় পুজো প্যান্ডেল হয় , সেটা চাক্কুস না করলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । কোটি কোটি টাকার পুজো প্যান্ডেল সব । কিন্তু গত বছরের তুলনায় এ বছরটাও কালী পুজো হলো নাম মাত্র । কোথাও তেমন একটা থিম প্যান্ডেল লক্ষ করা গেলো না । তবে মানুষের ভীড় ছিল উপচে পড়া । সে কারণে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এবছরে ভালো কোনো নামকরা পুজো প্যান্ডেলে যাইনি ।

ঠিক দুর্গাপুজোয় যেমন করেছিলাম তাই করলাম । অর্থাৎ খুঁজে খুঁজে স্বল্প ভীড়ওলা পুজো প্যান্ডেল গুলোতে ঢুকলাম ঠাকুর দেখতে । তারই কয়েকটি খন্ডচিত্র এখানে আপনাদের সাথে আজ শেয়ার করছি । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


আলোয় আলো চারিদিক, রাস্তা ঘাট সর্বত্র আলোকের ঝর্ণা ধারায় ভেসে যাচ্ছে চরাচর

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরোনো কালীমন্দিরের থিম

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সিম্পল নন-থিম পুজো প্যান্ডেল

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



পুরোনো কলকাতার অষ্টাদশ শতাব্দীর কালী পুজো । গ্যাসের আলো, হারিকেনের আলো আর লণ্ঠনের আলোয় সজ্জিত হত তখনকার পুজো প্যান্ডেল । আর সাথে ছিল হাজার টাকার ঝাড়বাতি ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বারাসাতের কালীপূজা বিখ্যাত।আপনার ছবিগুলোর মাধ্যমে দূর থেকে বাড়িতে বসে ও বারাসাতের কালীপূজা দেখে নিলাম।খুবই ভালো লাগছে।তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফিগুলি দুর্দান্ত দাদা।রাতের আলোকসজ্জা দেখে সত্যিই মন খুশিতে ভরে যায়।টিনটিন বাবুকে খুব কিউট লাগছে।দাদা আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো সর্বদা।

দাদা আপনার কালীপুজোর পরিদর্শন দেখে আমার খুবই ভালো লাগলো। করোনাকালীন সময়ে আপনি বুদ্ধিমানের মতো দূরত্ব বজায় রেখে পুজো পরিদর্শন করে আমাদের মাঝে অনেকগুলো আলোকচিত্র শেয়ার করেছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

প্রতিটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ । জায়গাগুলো আমার খুবই পছন্দ হয়েছে। জায়গা গুলো খুবই সুন্দর ছিল, তারপরেও আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দরভাবে জায়গাগুলো সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।🌹🌺💖

দাদা আমি একটা কথা ভাবছি। আপনারা কম ভীড়ে প্যান্ডেলে যাওয়াতেও যদি এতো ভীড় হয় তাহলে বেশি ভীড় মানে কি অবস্থা হবে!
এতো আলো দেখতেই ভালো লাগে। আসলে আলো জিনিষটাই এমন যে যে কারোর ই ভালো লাগে। আলো, আলোর ঝলকানিতে রাতকে দিন মনে হচ্ছে। সব গুলো ছবিই খুব ভালো লেগেছে দাদা।

প্রথমে দাদা আপনাকে কালী পুজো এর শুভেচ্ছা জানাই। প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে। আপনাদের ইন্ডিয়া তে কালীপূজা এত সুন্দর ভাবে উদযাপন করে তা আপনার পোস্ট না দেখলে জানতে পারতাম না।

শ্যামা পূজার রাতের আলোকচিত্র গুলো খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। দাদা আপনার আলোকচিত্র অসাধারণ হয় সব সময়।

আলোয় আলো চারিদিক, রাস্তা ঘাট সর্বত্র আলোকের ঝর্ণা ধারায় ভেসে যাচ্ছে চরাচর

আলোকচিত্র গুলো আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে মূল গেটের ছবিটা। দাদা আপনি যে বলেছেন আলোয় আলো চারিদিক কথাটার সাথে আলোকচিত্রগুলো একদমই মিল রয়েছে। সবমিলিয়ে মন ছড়ানোর মতো আলোকচিত্রগুলো। ধন্যবাদ দাদা। আপনার দীর্ঘ হায়াত কামনা করি

দাদা আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা যে পূজার প্যান্ডেলে না গিয়েও পূজার সমস্ত কিছু দেখতে পেলাম কারন।আপনার ক্যামেরাবন্দি করা প্রতিটি ছবি পূজার সমস্ত কিছুকে বুঝিয়ে দিয়েছে । অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শ্যামা পূজার রাতের তোলা ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে দাদা। প্রতিটি পূজা মন্ডপ খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। সত্যি কথা বলতে দাদা আপনাদের বিভিন্ন পূজা বা উৎসবের ডেকোরেশনগুলো আমার খুবই ভালো লাগে। প্রচুর অর্থ ব্যয়ে আপনাদের প্রতিটি উৎসব পালিত হয়। করোনাকালীন সময়ে আপনি লোক সমাগম এড়িয়ে চলেছেন এটা জেনে অনেক ভালো লাগলো। আমাদের প্রত্যেককেই এই সময় লোকসমাগম এড়িয়ে চলা উচিৎ। কালী পূজার সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবারের সকল সদস্যের জন্য শুভকামনা রইলো দাদা।

শুনেছি এতদিন আজকে দেখলাম কালী পূজোর প্যন্ডেল প্রতিমা । অপরুপ সুন্দর সাঝে সজ্জিত শ্যামা মা্ । আমার খুবি ভাল লেগেছে দাদ তা বলে বোঝাতে পারবো না । আমাদের এখানে শ্যামা পূজো হয় কিন্তু এত টা জাকজমক পূর্ন হয় না। ভাল থাকবেন দাদা। আবার দীপাবলির শুভেচ্ছা রইল ।

দাদা অসাধারণই ফটোগ্রাফি হয়েছে।

প্রতিটা ছবি জাস্ট অসাধারণ, লাইটিং গুলা জাস্ট ফাটাফাটি। 😍😍😍💓💓

আগে জীবন পরে উৎসব । তবে আলোকসজ্জা ও পুজো প্যান্ডেল গুলো ভালোই লাগছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

আলোকসজ্জায় পুরো প্যান্ডেলটা অসাধারন লাগছে। টিন বাবাই বউদিকে সাথে নিয়ে ভালো একটি মুহূর্ত কাটিয়েছেন দাদা। সবগুলো ছবিই সুন্দর হয়ছে দাদা।

কালি পুজায় তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই।
কালি পুজাও যে এতো জাকজমকভাবে পালিত হয়,তা জানা ছিল না।অনেক ধন্যবাদ আপনাকে।

দাদা আপনাদের শ্যামা পূজার উৎসব কিন্তু বেশ বড়। আপনার আলোকচিত্রগুলো দেখে মনে হলো। তবে প্রতিটি ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। দাদা শুভকামনা রইল♥♥

  ·  3 years ago (edited)

দাদা মানতে হবে, আপনি ফটোগ্রাফি করেন খুব অসাধারণ, প্রতিটি জায়গাতেই আলোর ঝলকানি, প্রতিটা জায়গা যেন ঝকঝক করছে, আর প্রচুর মানুষের ভিড়, সাথে আমাদের টিনটিন, টিনটিনের দাদিমা আর আমাদের আপু, সবাই অনেক সুন্দর ভাবে সেজেছে দেখছি, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার বুদ্ধিটা সত্যি বেশ স্বাস্থ্য সম্মত, হি হি হি। যার কারনে ভিড় এড়িয়ে অল্প কিংবা সল্প ভিড় হয় সে সকল পুজোর প্যান্ডেলগুলোতে গিয়েছেন আপনি, যদিও এই সময়ে সকলেরই এটা করা উচিত।

প্রথম দিকের দৃশ্যগুলো বেশী আকর্ষনীয় লেগেছে, মাঝের কিছু দৃশ্য সমূহে বেশী ভিড় লক্ষ্য করা গেছে। তবে ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর ছিলো। ধন্যবাদ

দাদা শ্যামা পূজার চিত্রগুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন আমাদের সামনে। আমরাও বাংলাদেশ বিভিন্ন পূজা-পার্বণে হিন্দু ধর্মালম্বী বন্ধুদের বাসায় যায় এবং তাদের উৎসব উদযাপন করি। তবে সময়ের অভাবে অনেকদিন হলো বন্ধুদের সঙ্গে তাদের পূজা উপভোগ করা হয়নি। আমি আজকে শ্যামা পূজার কিছু কথা এবং চিত্র কমিউনিটিতে দিব। গত চার তারিখে আমি আমাদের এলাকার একটি পূজামণ্ডপে গিয়েছিলাম সেখান থেকে কিছু ছবি তুলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Wow it looks like such an enchanting place!

awesome post...

একবার কালি পুজোয় কলকাতায় ছিলাম। এত উৎসব আলোর ঝলকানি খুব ভালো লেগেছিলো
আপনার ছবিগুলি দেখে সেই পুজোর কথা মনে পড়লো। ছোটবেলায় যখন দুর্গা পুজা হত আমি সারা শহরের পুজা দেখতাম আমার বড় মামার মোটর সাইকেলে চড়ে। স্মৃতি কাতর হয়ে গেলাম। ধন্যবাদ চমৎকার পোস্ট শেয়ার করার জন্য