কবিতার নাম-"মা"

in kibita •  7 years ago 

মা আমার স্বপ্ন, মা অামার সাধনা
সকল কাজে মা আমার অনুপ্রেরণা,
কারো সাথে হয়না, মায়ের তুলনা
পৃথিবীতে অামার জন্ম মায়ের করুণা।
মা, গর্ভে দিল ঠাঁই পরম মমতায়
তারই রক্ত-মাংস, খাওয়ালো আমায়,
মায়ের অসহ্য প্রসব যন্ত্রণার পরে
আমি এলাম রঙ্গিন এই দুনিয়ায়।
নিরবে সহে মা সকল ব্যথা শোক
প্রসব যন্ত্রণায় মায়ের ভেসে যায় বুক,
মৃত্যুর মুখোমুখি হয়েও চায় সন্তানের সুখ
দেখে সন্তানের মুখ ভুলে যায় সব দুঃখ।
পৃথিবিতে নিঃস্বার্থ মায়ের ভালোবাসা
সবাই আমায় করলে ঘৃণা মা বাসে ভালো,
মা হলো সন্তানের সব অাশা-ভরসা
মা আমার অাঁধার ঘরে পূর্ণিমারই অালো।
মায়ের অার্শিবাদ কখনও যায়না বৃথা
মা হলো স্বর্গসুধা মায়ের কোলে রাখি মাথা,
শান্তি হয় মনেপ্রাণে ভুলি দুঃখ-ব্যথা,
মধু'র চেয়ে মিষ্টি আমার মায়ের মুখের কথা।
মা,সর্বদা করে প্রভুর দরবারে
সন্তানের মঙ্গল কামনা,
তবু সে মা'কে রাখি বৃদ্ধাশ্রমে
করি অবহেলা অার ঘৃণা্।
বিশ্বের যত মহাপুরুষ, মনিষী-ঋষি
সবাই তো মায়েরই সন্তান,
মায়ের পদতলে সন্তানের জান্নাত
খোদার অারশ কাঁপে করলে মা'কে অপমান।
মায়ের সেবায় স্রষ্টা মিলে
মরুর বুকে বয়ে যায় ঝর্ণাধারা,
কত সাধারন মানব হলো মহামানব
মায়ের দোয়া দ্বারা।
শান্তি পাবে তুমি ইহ-পরকালে
মা'কে কখনও যেও নাdownload.jpg ভুলে,
স্বর্গ খোঁজে ফিরো মা'কে অবহেলে
স্বর্গ তো রয়েছে মায়ের পদতলে।
স্বর্গের সুখ মিলে মায়ের বুকে
মা'কে সুখ দিলে সুখি হবে ভবে,
মা'কে দুঃখ দিলে জীবন ছারখার হবে
মা'কে কষ্ট দিয়ে সুখি হয়েছে কে কবে?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

mother

This post has received a 0.28 % upvote from @drotto thanks to: @ahmedjubayer.

i like ma

brother..i hope u follow or vote me

too much good post

check out my new post: https://steemit.com/story/@nuralam543210/the-rich-lady-and-the-painter-short-story

follow me and upvote me

Thanks for the awesome post. I have followed, upvoted and esteemed your post. Just follow me and upvote this comment for future upvote and resteem for your content.

ma

The love of a mother is unconditional.

sibling.. I trust u take after or vote me

nice post