Some about of HOWRAH BRIDGE

in kolkata •  3 years ago 

IMG_20220510_150518.jpg

হাওড়া ব্রিজ যা কলকাতার বুকে একটি পাহাড়ের সমান আধিপত্য বিস্তার করে রয়েছে। কিন্তু আগে কি ছিল এই ব্রিজ? কবে গড়ে উঠেছে এই বিশাল ব্রিজ ?

ভারতে ব্রিটিশ শাসনের শেষ সময়ের দিকে গড়ে ওঠে এই সুবিশাল ব্রিজ। কলকাতা এবং হাওড়া দুই জেলার মধ্যে সংযোগ রক্ষা করেছে এই সেতু। হাওড়া স্টেশন স্থাপনের পর যখন মানুষের ভির এরানো সম্ভব হয়ে উঠছিল না তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন এই সেতু নির্মাণের। ১৯৩৬ সালে শুরু হয় নির্মাণ কার্য এবং সমাপ্তি ঘটে ১৯৪৩ সালে। এটা ভাবলে অবাক লাগে যে সেই সময়ে প্রযুক্তি কতটা উন্নত ছিল যে কোনো রকম স্তম্ভ ছাড়া এই সেতু দাঁড়িয়ে আছে এবং এটি নির্মাণের সময় কোনো নাট ভোল্ট ব্যবহার করা হয়নি। পরবর্তী সময়ে এই সেতুর নাম করা হয় রবীন্দ্র সেতু কবিগুরু রবীন্দ্রনাথের নামে। কিন্তু বর্তমানে এই সেতু হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত। এই ব্রিজ নির্মাণের জন্য ২৬০০০ টন স্টিল ব্যবহার করা হয়েছিল যার মধ্যে ২৩০০০ টন স্টিল দেয় টাটা কোম্পানি। প্রতিদিন এখানে ১.৫ লক্ষ যানবাহন চলাচল করে। বলাই চলে যে মস্তিষ্ক যেভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযোগ রক্ষা করে ঠিক তেমনি হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষা করছে। অবশেষে একটি কথা না বললেই নয় যে হাওড়া ব্রিজের উপর থেকে হুগলি নদী যেন আরও সুন্দর হয়ে ওঠে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!