ইসলাম কোন বিশেষ দিবসে মে-মে-মে করেনা,গোটা বছর শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার ধর্ম হলো ইসলাম।
এক সময় আমরা দিবসগুলোকে ইসলামের বয়ান নিয়ে পালন করতে বলতাম দা'ওয়াহর উদ্দেশ্যে। কাজের কাজ হয়নি। কিছু সেক্যুলার-প্রভাবিত ইসলামপন্থী তৈরি হয়েছে। তথাকথিত কৌশলবাদী নাকি তারা! দিবসবাদী ইসলামের এক প্রকোপ যেন তৈরি হয়ে উঠছে। ইসলামের রং লাগাতে লাগাতে বৈশাখী শৌচাগারেও মনে হয় ইসলামের রং মারা হবে।
আমরা ইসলামের রং লাগাতে চাইনা, পুরো কাঠামোর পরিবর্তনে ইসলামাইজেশন চাই।
সবরকমের প্রচলিত ফ্রেমের বাইরে থেকে ইসলামের জায়গা থেকে ইসলামকে উপস্থান করা চাই। আমাদের চিন্তাটা মৌলিক এবং চেতনাটা বৈপ্লবিক হওয়া চাই।
তবে কৌশলবাদী ইসলামপন্থীর চেয়ে বৈরাগ্যবাদী সু্ফি মুসলমানরা আমার কাছে অধিক ঘৃণ্য যারা ইসলামকে জীবন, মানবতা আর অধিকার থেকে আলাদা করে তার অঙ্গচ্ছেদ করেছে। তারা কিছু ওলি বুজুর্গের প্রাইভেট জীবনী পড়েন, নবী আর সাহাবাদের বৃহত্তর চেতনা লালন করেননা।
শ্রমের দেশ বাংলাদেশ। আফসোস! ইসলামি শ্রমনীতির ওয়া'জ আমাদের বেশির ভাগ বক্তারই জানা নেই।
শবে বরাতের নফল নিয়ে যত কথা হুজুররা বলছেন, শ্রমিকের মর্যাদা আর অধিকার নিয়ে তারা কতটুকু বলেছেন? অথচ এটা ফরজ ছিলো।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!