আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা জীবনের গল্প |||২৯ অক্টোবর ২০২৩

in life-story •  last year  (edited)

S5.jpg

আমার বান্ধবী শান্তা সুইসাইড করেছে গতরাতে। সুইসাইডের আগে সে ফেসবুকে পোস্ট করে তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে। শান্তার খবরটা আমাকে জানিয়েছে বন্ধু শামীম।
আমি কী করবো ঠিক বুঝতে পারছিলাম না। শান্তার সাথে আমার এমন কোন সম্পর্ক নেই যে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমি দায়ী হতে পারি। সে শুধুই আমার বান্ধবী ছিলো।
ইতিমধ্যে আমার বাসায় আমাকে দু'বার পুলিশ খুঁজে এসেছে। আমি দেশের বাহিরে আছি, তারপরও আমার ফ্যামিলির উপর ভীষণ প্রেশারাইজড করা হয়েছে।

S4.jpg

আদালত খুব দ্রুত আমাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সহায়তা চেয়েছে। এই খবরটি শামীম জানালো একটু আগে। মোবাইলের লোকেশন ট্র‍্যাকিং করে আমাকে ধরে ফেলবে নিশ্চিত। আমাকে এখান থেকে পালাতে হবে।
আমি মোবাইলের সুইচটা দ্রুত অফ করে ব্যাগটা কাঁধে নিয়ে বের হওয়ার আগ দিয়ে দরজায় ঠকঠক শব্দ শুরু হয়ে গিয়েছে। জানালা দিয়ে নিশ্চিত হয়ে নিলাম পুলিশের একটা গাড়ি বাসার নিচে দাঁড়িয়ে আছে।
দরজা খুললেই আমি গ্রেফতার হবো, তাই জানালা দিয়ে পালানোর চেষ্টা করলাম। জানালা ভাঙার মতো তেমন কিছুই পেলাম না।
” কাঠের জানালায় পরপর দুই লাথি মেরে জানালা ভেঙে ফেললাম। জানালা দিয়ে লাফ দিতেই ধপাস করে নিচে পড়তেই ভয়ে দু চোখ বন্ধ হয়ে গেলো । চোখ খুলতেই দেখি আমি খাটে নয়, ফ্লোরে শুয়ে আছি, আর পায়ের কাছে ছোট টেবিল ফ্যানটা ভেঙ্গে দু’টুকরো হয়ে গেছে। পূর্বের বাতা্য়ন পথে তখন সূর্যের হালকা কিরণ আমার বিছানার উপর লুটিপুটি খাচ্ছে। “

S3.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

kajer bepare sohojogita chai please help me to know more

shakilkhan8711

contack my discord.

okay thank you