Waiting For a Good Doctor : একজন ভাল ডাক্তারের অপেক্ষায়

in life •  7 years ago  (edited)


Image source

গ্রামের কৃষকের ছেলে হাসান। অনেক কষ্ট করে চরাই উৎরাই পার করে ভর্তি হল ঢাকার খ্যাতনামা একটা কলেজে। হাসান বিজ্ঞানের ছাত্র। রসায়ন, জীববিজ্ঞান এমনকি গনিতে ও তার দক্ষতা অসামান্য। গ্রামের বৃত্তবানের সাহায্য সহযোগিতায় তার লেখারপড়া চলছে। মনের ভিতর তার অদম্য বাসনা, একদিন সে লেখাপড়া করে অনেক বড় হবে। মানুষের মত মানুষ হবে। যে সকল মানুষ তাকে টাকাপয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে একসময় তাদের জন্য ভাল কিছু করবে। এমন সব স্বপ্ন দেখেদেখে তার দিন কাটতে থাকে। এমন সব স্বপ্ন দেখতে দেখতে তার পরীক্ষা চলে আসে। অবশেষে কৃতিত্তের সাথে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে গ্রামে সারা ফেলে দেয়। সবাই তাকে নিয়ে গর্ব করে। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ।

এদিকে হাসানের স্বপ্ন আরও জোরালো হতে থাকে। তার অদম্য ইচ্ছা শক্তি আর মেধার শক্তি দিয়ে নিজেকে প্রস্তুত করছে সামনের বাধা অতিক্রম করার জন্য। হ্যাঁ, হাসান তার জীবনের বড় স্বপ্নের মাইলফলক ছোয়ে ফলল। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সে মেধা তালিকায় চান্স পেয়েছে। গরিব কৃষকের ছেলের এমন সাফল্য দেখে গ্রামের সকল লোক খুশি হয়। গ্রামের সবাইও স্বপ্ন দেখতে থাকে, একদিন হাসান বড় ডাক্তার হবে। আমাদের সকলের চিকিৎসা করবে। হাসান গরিব অসহায় বলে সে আমাদের মত গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। হাসানের ভাবনাও একই সে বড় ডাক্তার হয়ে অজপারাগায়ের সকল গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবে। এইভাবেই শুরু হল হাসানের ডাক্তার হওয়ার লেখাপড়া।

যতই দিন পাড় হতে থাকে হাসানের চিন্তাচেতনায় ততই পরিবর্তন আসতে থেকে। এখন আর হাসানের গ্রামের কথা বেশী একটা মনে পড়ে না। কিভাবে সে বড় ডাক্তার হবে, কোন দেশের ডিগ্রির ডিম্যান্ড বেশী, কোন ধরনের রুগী এদেশে বেশী, কোন রোগ হলে মানুষ বেশী অসহায় হয়ে পরে। কোন রোগ হলে মানুষ টাকা খরচ করতে দ্বিধা বোধ করে না। এই সব চিন্তায় হাসানের দিন যেতে থাকে। হাসান ভুলে যায় জনগণের টাকায় সে ডাক্তারি বিদ্যা অর্জন করছে। এমনি করে বছরের পর বছর পার করে হাসান এখন একজন পূর্ণাঙ্গ ডাক্তার।

জনগণের টাকায় ডাক্তার হলে, জনগণের জন্য তার যে দায়িত্ব থাকে সেটা সে বেমালুম ভুলে যায়। সরকারী হাসপাতালের ডাক্তার হলেও সে হাসপাতালে রুগী বেশী একটা দেখে না, কেননা এই ব্যবসায় সে এখন অনেক দক্ষ। সে জানে ওখানে ভাল চিকিৎসা করলে প্রাইভেট ক্লিনিকে রোগী কম হবে এবং তার ব্যবসা কমে যাবে। ডাঃ হাসান এখন প্রতি রুগীর জন্য প্রথম দর্শনে ৮০০ টাকা নেয়, পরে বিভিন্ন টেস্ট করার পর যখন ঔষধের ব্যবস্থাপত্র দেয় তখন সে আরও ৩০০ টাকা নিয়ে থাকে। প্রথমবারে ১১০০ টাকা নিলে তার কাছে ব্যাপারটা অমানবিক লাগে, সে আবার অতটা অমানবিক নয় বিধায় এই টাকাটা সে দুই বারে নিয়ে থাকে। রোগীদের সামান্য সর্দী জ্বর হলেও সে হরেক রকমের টেস্ট দিয়ে দেয়। কারন সেখান থেকেও সে মোটা অংকের টাকা পেয়ে থাকে। মেডিসিন বিক্রেতার কাছ থেকেও সে নির্দ্বিধায় ঘুষ নিয়ে রোগীদের জন্য নিম্মমানের মেডিসিন লিখে থাকে। গ্রামে এখন আর সে যায় না। ওখানে যদি সে যায়, তাহলে লোকজন নানা রোগের সমস্যা নিয়ে আসে। তার বিনা টাকায় চিকিৎসা করতে মন চায়না। এত বড় ডাক্তার !! বিনে পয়সায় চিকিৎসা করবে, নিজেকে কেমন যেন অনেক ছোট ছোট লাগে। তাই সে এখন গ্রামে যাওয়াই বাদ দিয়ে দিয়েছে।

গ্রামের মানুষ এখন আর তাকে নিয়ে গর্ব করেনা, লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যায়। কিন্ত মানুষ যখন অসহায় হয়ে পরে তখন তারা স্বপ্ন দেখতেই থাকে। তাই গ্রামের মানুষ আবার এমন কোন হাসান কে নিয়ে স্বপ্ন দেখে, যে মানুষের মত মানুষ হয়ে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে। কিন্ত তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমরা যেই জাগাতে খুব বেশী অসহায়, সেই জায়গার মানুষের মূল্য অনেক বেশী। ডাক্তার, ব্যারিস্টার, পুলিশ কিংবা প্রশাসন এইসব যায়গাগুলিতে আমারা খুব সহজে আত্মসমর্পণ করতে বাধ্য হই তাই আমাদের দেশে এই সবগুলির কদর খুব বেশী। তাই এইসব জায়গায় কর্মরত সকলেই তার নিজ নিজ অবস্থানকে শক্ত করার জন্য মানুষের উপর একটা চাপ প্রয়োগ করা তাদের রীতিনীতি হয়েগেছে। তবুও গ্রামের মানুষ বুকে স্বপ্ন নিয়ে অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, কোন একদিন হয়ত ভাল কোন ডাক্তার তাদের গ্রামে জম্ম নিবে, যে অসহায় মানুষের দুঃখ বুঝতে পারবে। বুঝতে পারবে তার আসল দায়িত্ব।

আমরাও ঐ গ্রামের মানুষের মত ভাল মানুষের অপেক্ষায় থাকলাম।

সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার এই লেখা পড়ার জন্য। সকলে ভাল থাকবেন আশা করি। দোয়া করবেন যেন কোন একদিন আমাদের এমন সময় আসে আমাদের ডাক্তাররা টাকার জন্য মেডিসিন ও টেস্ট লিখবে না।

Hasan, a son of village farmer. He was able to cross the grazing land and admitted at a famous college in the Dhaka city. Hassan is a science student. He was a talent in chemistry, biology and math. His study is progressing in the help of the village rich. An unstoppable desire in his mind, one day he will be great by studying. He will be like humans. He would like to do some things for those people who help him with money at once. His day was spent on such dreams. Finally, he passed through the intermediate examination with the merit of the students. Everyone was proud of him. Everyone praised him.

Hassan's dream continued to be strong yet. He is preparing himself with invincible willingness and merit power to overcome the obstacles ahead. Yes, Hasan achieved a milestone of his life's big dream. He got a chance on the merit list in the medical admission test. All the people of the village are happy to see the success of the poor peasant's son. Everyone in the village also dreamed, one day Hasan will be a great doctor and treat us all. Hassan can understand the misery of poor people like us because he was helpless. Hassan thought it that he would be the doctor who could serve all the poor unaided people. This was the beginning of the study of becoming a doctor of Hasan.

Day by day a change has been come in the mind of Hasan. Now, Hasan does not remember much his village. Now, how would he be a big doctor, which country's degree is demandable, which kind of disease is more in his country, people become more helpless by which disease, for which disease people do not hesitate to spend money, all these thoughts are in the mind of Hassan. Hassan forgets that he is pursuing medical science at the cost of the people. Just like that, Hasan is now a full-fledged doctor.

He forgets that if a man becomes a doctor by the money of the people, he has the responsibility for the people. Though he is a doctor in a government hospital, he does not see the patient in the hospital, because he is now very skilled in this business. He knows that if there is a good treatment in the government hospital, the patient will be reduced to a private clinic and his business will be reduced. Dr. Hassan now takes 800 taka (BDT) for the first time for every patient, after taking various tests and after prescribing medicine, he gets more than 300 taka (BDT). If he takes 1100 taka for the first time, it seems inhuman to him, because he is no more inhuman, that’s why he takes this money twice. Although patients have a slight fever, Dr. Hasan advice to complete all kinds of tests (As like as blood, urine, ECG, Ultra sonogram etc). Because he gets huge amount of money from diagnostic center . He advices low quality medicine for patients due to taken bribe from a medicine dealer. Now he does not go to the village. If he goes there, then people come to him for the problem of various diseases. He does not want to treat him without money. Such a big doctor!! Treat yourself without money, it seems to be low. So he has now stopped going the village.

The people of the village do not boast about him anymore, their head down in shame. But when people became helpless, they kept dreaming. So the people of the village again dream, as like as Hasan someone will come in their village and help him as a great doctor and remove their problem. But their dreams remain the same. The place where we are very helpless, the value of that people (doctor, engineer, Barrister) is much higher. Doctor, Barrister, Police or Administration in these places, we are surrendered very easily, that's why all these things are very much honorable in our country. So they established their own power in the poor helpless people. Yet the people of the village make dream for the future in their mind, any day a good doctor will born in their village, who can understand the misery of the helpless people and understand his real responsibility.
We also look forward to the good man for that village.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

If i take the context of BD the above scene is near to 100% true. Hoping for the best outcome isnt going to solve this though. We have a social structure, belief and institutes that pushes everyone within it (dr , engineers or any profession) to a direction. And in BD i undoubtedly say, its to wrong direction. Who is to blame when we all collectively share the responsibilities? I see a strong connection between a car running in wrong side and a doctor making ill move. We will see good doctor only and only when we collectively stand against all ills. I can give countless example of BD doctors practicing with pride in American countries. And countless occasions where good works of doctors were maltreated. Many of my talented doctors left the country as they couldnt stay fit(!) in our country. Its more complex than i can write about. No i am not hopeful to see a quick solution.

I agree with your opinion. You have said my mind.

Not only doctor, even any good man who does not balance with our culture, they go to abroad. I am also not hopeful until change their mentality. Thanks boss for valuable comments.

You have mentioned a true matter with a story. However, some good doctors are also there but the numbers may be limited. Thanks for sharing.

গল্প না লিখলে কবে যে ICT মামলা দেয় তার তো কোন ঠিক নাই। তাই......... 😉

"we are surrendered very easily" hitting in the brain. as they are doing business with personal skill, we are bound to surrender to them and then they use use as milking cow! but there are some exception too.
good writing.

Yes,,,,,,,,,,, we are tied around by them. we can nothing without dream. That's why we are waiting for climate changing ............ thanks for comments.

কি বলেন ভাইয়া! এতো কষ্ট করে, এতো টাকা খরচ করে ডাক্তার হয়েছেইতো রোগীদের চিপে আর ঔষধ কোম্পানির কাছ থেকে টাকা খাওয়ার জন্য।

yes brother, It is available happened in our country. thanks for comments

Good article,Doctors take the Oath written by Hippocrates is still held sacred by physicians: to treat the ill to the best of one's ability, to preserve a patient's privacy, to teach the secrets of medicine to the next generation, and so on ...
Max doctors are behind the oath.

Yes brother, absolutely right. sometimes we feel, we are tied around by them. thanks for nice comments.

At school we read "aim in life" essay.
Where many of us wrote 'we want to be a doctor to help the poor people, we will go to village and give free treatment to poor people' .
Those words are remain in book only.
Students, parents all wanted a doctor who can earn a lot for them and dream to build building, buy car. Some of them are not so bad though.

Yah, we also read in our class room. But so far different between class room and family life room. thanks bro...

We wish to increase the responsibilities in us. I want us to be bigger than the sky. Thanks for your real story.

Oh ha, your presentation style of this story is awesome. Both bangali and non-bangali reader will be able to enjoy it. great idea.

Thanks bro

WC

sneaky-ninja-sword-xs.jpg
Sneaky Ninja Attack! You have just been defended with a 6.07% upvote!
I was summoned by @iftekhar. I have done their bidding and now I will vanish...

woosh
A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.

Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?