গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন ফরেন্সিক মেডিসিনের কিংবদন্তীতুল্য প্রফেসর ডা. মিজানুল হক(কে-২৯)। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ডা. মাহমুদ রায়হান (কে-৬৩)-
সেকেন্ড টার্ম না দেয়ার অপরাধে অপরাধী আমি, মেহেদি, পলাশ আর শামীম রোজ ফরেনসিক মেডিসিনের সামনে যাই, ভয়ে ভয়ে উঁকি দিয়ে স্যারের রুমে তাকাই আর বলি "স্যার এবারের মত টার্মের সাপ্লিতে বসতে দেন..." স্যারের সাফ জবাব - "ফেল করলে কথা আছিল, তোরা পরীক্ষায় বসস নাই মানে তোগো পরীক্ষা দেওনের ইচ্ছা নাই। বাইর হ।"
এক দুই দিন নয়, দিনে তিন বেলা করে দেড় মাস ঘুরেছি এই ডিপার্টমেন্টের সামনে। পাষাণ গলে যেত, তবু তার মন গলেনি। প্রতিদিন হাতটা নেড়েই বলতেন- "জানুয়ারিতে হইব না মিস্টার, জুলাই-জুলাই..."
পলাশ আর শামীম হাল ছেড়ে দিয়েছিল কিন্তু আমরা চিনে জোঁকের মত লেগে থাকলাম। সাপ্লির দিন ও আমি আর মেহেদি এক্কেবারে ফুলবাবু সেজে সকাল সাতটায় স্যারের রুমের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি।। স্যার এলেন পৌনে আটটায়। এসেই আমাদের দেখে বললেন -- "কিরে, পরীক্ষা দেওনের এত শখ তোগোর?? যা শিবলিরে(সহকারী অধ্যাপক) ক তোগো বইতে কইছি।"
পরীক্ষা দিতে পারব না এই দু:খে এক লাইন ও পড়ি নাই। তাও আশেপাশে দেখে চালায়ে নিব এই ভেবে পরীক্ষা হলের দিকে যাচ্ছি পেছন থেকে সেই বজ্রকন্ঠ-- "কই যাস?? তোরা আমার টেবিলে, আমার সামনে বইসা পরীক্ষা দিবি।"
খাইছে!!!! এইবার ধনেপ্রাণে গেলাম বুঝি!!! কিন্তু দেবদুতের মত উপরের হলে কথা বলার অভিযোগে তাসনিম আর বদরুল কেও স্যার তার রুমে নামিয়ে এনেছেন। ওইদিকে ন্যাশনাল ফরেনসিক ল্যাবেও স্যারের কি যেন কাজ পড়ে গেল। রাখে আল্লাহ মারে কে!! তাসনিমের খাতা পুরো কাটপেস্ট মেরে দিলাম। বাকিটা ইতিহাস....
অনেক কিংবদন্তি শুনেছি, একজন মানুষ কতখানি ভীতিকর করে রাখতে পারেন নিজেকে তার চাক্ষুস স্বাক্ষী আমরা এবং আমাদের সমসাময়িকেরা। তবু স্যারকে স্যালুট করতাম একটা কারনে- এই একটা মানুষের কাছে কারো কোন সুপারিশ খাটত না। সুপারিশ মানে নির্ঘাত ফেল...
খামখেয়ালি বলে কুখ্যাতি ছিল, বদমেজাজি তো বটেই। তবে শিক্ষক হিসাবে কতখানি অসাধারণ ছিলেন তার লেকচার ক্লাস যারা করেনি তারা জানবে না। "শিউলি, মডের বোটলটা ডাও টো..." এরকম আরো অনেক অভিনয়ে পয়জন ক্লাসগুলিকে আর কেউ তার মত জীবন্ত করে মনে গেঁথে দিতে পারবে না....
আরো কত কত গল্প মনে পড়ে যাচ্ছে আজ... হার্ট এটাকের পর ফিরে এসে গ্যালারিতে আপনার সেই অমর ডায়ালগ --
"তোরা ভাবছিলি মিজান মইরা গেছে!!! মিজান মরে নাই"
ভাল থাকবেন স্যার.... ওপারেও...
Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for using the wafrica tag! @wafrica can give just one upvote per day!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit