They were able to get rid of death..translate - মৃত্যুকে ফাঁকি দিতে পটু ওরা

in life •  7 years ago  (edited)

IMG_20171124_140018.jpg
Jellyfish: The common name of the small-scale jellyfish is the Amar Jellyfish. The anaerobic name turritopsis dorhnii. They can lead their life in the wrong direction to make them fall. If the jellyfish is diseased or if the body is injured, the body cells return to the freshness. As a result, the cells start again from the beginning to the process of aging. Animals have experimented with this jellyfish in laboratories. But till now they have not been able to invent any method of determining their age.
IMG_20171124_140305.jpg
(১)অমর জেলিফিশ:ক্ষুদ্রাকৃতির এসব জেলিফিশের প্রচলিত নাম অমর জেলিফিশ। বৈগ্ঞানিক নাম turritopsis dorhnii।মৃত্যুকে ফাকি দিতে এরা নিজেদের বয়সকে উল্টোপথে পরিচালিত পারে।এসব জেলিফিশ রোগাক্রান্ত হলে বা আঘাত পেলে দেহের কোষ গুলো নবীন অবস্থায় ফিরে যায়। ফলে কোষ গুলো আবার শুরু থেকে বয়সপ্রাপ্ত হওয়া প্রক্রিয়া শুরু করে।কৌশলে মৃত্যুকে ও দূরে ঠেলে দেয় এ প্রক্রিয়া। এই জেলিফিশ নিয়ে গবেষণাগারে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন প্রাণীবিগ্ঞানীরা। কিন্তু এখন পর্যন্ত এদের বয়স নির্ণয় করার কোনো পদ্ধতি উদ্ভাবন করা সম্বব হয়নি।

Lobster: There is a debate in the tee mammal about whether the lobbying on the bottom of the ocean is immortal. Because the age is not to blame for their death. The main cause of death is usually due to disease or predatory animals. Apart from the lobster shrimp Continues to grow. Therefore, there is no way to say that the death of a lobster shrimp is exactly how old you are. There is a lobster found on the coast of Newfoundland of Canada, which is 140 years old.
IMG_20171124_140148.jpg
(২)গলদা চিংড়ি: সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো গলদা চিংড়ি অমর কিনা তা নিয়ে বিগ্ঞানী মহলে বিতর্ক রয়েছে।কারণ এদের মৃত্যুর জন্য বয়সকে দায়ী করা যায় না।সাধারণত রোগাক্রান্ত হয়ে বা শিকারি প্রাণীর আক্রামণই এদের মৃত্যুর প্রধান কারণ।তাছাড়া গলদা চিংড়ির দেহ মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে। তাই ঠিক কত বছর বয়সে একটা গলদা চিংড়ির স্বাভাবিক মৃত্যু হয়, তা বলার উপায় থাকছে না।কানাডার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে একটি গলদা চিংড়ি পাওয়া গেছে,যার বয়স ১৪০ বছর।

Turtle: Slowly in the story, the tortoise throws the rabbit into the race. The ability of this organism is surprising. In a report published in the New York Times in 2016, if it is not infected or diseased, then the turtle may live up to an indefinite period. Generally speaking, all the attributes that are available to get the title of an immaculate brood are in turtle.
IMG_20171124_140231.jpg
(৩)কচ্ছপ: গল্পে ধীরগতির কচ্ছপ দোড় প্রতিযোগিতায় খরগোশকে পেছনে ফেলে দিয়েছিল।বাস্তবে ও এই প্রাণীর ক্ষমতা বিস্ময়কর। ২০১৬ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে,যদি আক্রান্ত বা রোগাক্রান্ত না হয়, তবে কচ্ছপ হয়ত অনিদির্ষ্ট সময় কাল পর্যন্ত বাঁচবে।সহজভাবে বললে, অমর প্রণীর খেতাব পাওয়ার মতো সম্বাব্য সব বৈশিষ্ট্যই কচ্ছপের মধ্যে বিদ্যমান।
Reproductive insect: The worm-related insects are called Planarian Worms. The main properties of the protein are reproductive powers. If a worm is cut into two parts, then there will be two separate insects. Thus, the animal capable of reproducing several times in such a way.
IMG_20171124_135916.jpg
(৪)পুনরুৎপাদনশীল পোকা :কৃমি জাতীয় পোকাগুলোকে বলা হয় প্ল্যানেরিয়ান ওয়ার্ম।প্রণীটির প্রধান বৈশিষ্ট্য এর পুনরুৎপাদন ক্ষমতা।একটা পোকাকে যদি কেটে দুই ভাগ করা হয়, তবে সেখান থেকে দুটি পৃথক পৃথক পোকা জন্মাবে।এভাবে অগণিত বার পুনরুৎপাদনে সক্ষম এ প্রাণী।

TARDGREDED: The name of the little creature, like a millimeter, is called water bear. They can survive from radioactivity, extreme cold, extreme poisoning, and even in outer space. Almost all of the cosmic disasters that occur in the world can survive. Targigrad has the ability to stay. They are usually found in pond-dry plants.
IMG_20171124_140108.jpg
(৫)টার্ডিগ্রেড: এক মিলিমিটারের মতো দীর্ঘ এ অতিক্ষুদ্র প্রাণীটির আরেক নাম ওয়াটার বেয়ার( পানির ভালুক)।এরা তেজস্ক্রিয়তা,অতিমাত্রায় ঠান্ডা,চরম পানিশূণ্যতা থেকে শুরু করে মহাশূণ্যেও টিকে থাকতে পারে।পৃথিবীতে যত রকম মহাজাগতিক দুর্যোগ ঘটতে পারে তার প্রায় সবগুলোই মোকাবিলা করে টিকে থাকার ক্ষমতা রয়েছে টার্ডিগ্রেডের। এদের সাধারণত পুকুরের শুকিয়ে যাওয়া উদ্ভিদের মধ্যে পাওয়া যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!