It is not just love to anyone, but to try to understand it.

in life •  7 years ago  (edited)

কাউকে শুধু ভালোবাসলেই হয় না, তাকে বুঝতেও চেষ্টা করতে হয়। ভালোবাসার মানুষটিকে বুঝতে চেষ্টা করার মাঝেই অারো গভীর ভালোবাসা মিশে অাছে।

ভালোবাসার মানুষটির চাওয়া-পাওয়া, তার অভাব অভিযোগ। অনেক সময় বুঝতে না পেরে ঝগড়া হয়।
দেখেন অনেক সময় কিন্তু এই বুঝতে না পারা থেকে ভালোবাসার মানুষটির সাথে দূরত্ব সৃষ্টি হয়। যা অনেক সময় তৈরি করে সম্পূর্ণ বিচ্ছেদ। কিন্তু তখনো অাপনি তাকে ভালোবাসেন। হয়তো প্রকাশ্যে নয়, মনে-মনে। কারণ ভালোবাসা এমনি।

অাবার অনেক সময় অামরা অন্ধের মত কাউকে ভালোবাসি। তার যে কোন কথাই বিশ্বাস করি। কিন্তু সেখানেও অাছে তাকে প্রকৃত অর্থে না বুঝতে পারা।

একজন মানুষকে ভালোবাসার সাথে তাকে অবশ্যই বুঝতে পারার সম্পর্ক অাছে।

একজন মানুষকে জানার বা বোঝার সুযোগ করে দিতে হয়। না হলে তাকে জানবে কিভাবে? অাবার একজনকে বোঝার ইচ্ছাও থাকতে হয়। অামার কাউকে বোঝার দরকার নেই। তাহলে বলব, অাপনাকেও কেউ বোঝার ঠেকা নিয়ে পৃথিবীতে অাসেনি।

দুজনের যখন অনেক বছরের ভালোবাসার রিলেশন হয় এখন দেখা যাচ্ছে অহরহ সেই সম্পর্কটা ভেঙে ফেলার। দুজন-দুজনের সম্পর্কে জানার কিছু অার বাকি নেই। যদি অামরা বিয়ে করি নতুন করে অার কিছু অামাদের সম্পর্কে জানার কিছু নেই।

অাসলেও দেখেন এখানেও বোঝার ক্ষমতাটা নেই দুজন-দুজনের। যদি বোঝাপড়ার ক্ষমতাটা দুজনের মাঝে থাকত তবে দুজন-দুজনকে ছেড়ে থাকতে পারত না। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

তাই একজনকে বুঝতে পারাটাই অনেক বড়। কিন্তু অামরা সবসময় নিজের পয়েন্ট অব ভিউ থেকে সবকিছু বোঝার চেষ্টা করি। মাঝে-মাঝে একটা মানুষকে বুঝতে তার মত করেও ভাবতে হয়। তাহলেই না একজন মানুষকে প্রকৃত অর্থে বুঝতে পারা যায়।

কিন্তু অামরা সবসময় কাউকে সামান্য ছাড় দিতে চাই না। কিন্তু একজন মানুষকে ভালোবাতে বা বুঝতে গেলে সেটা ছাড় দিতে হয়।

মানুষকে বোঝা যায় না, সে গিরগিটির মত রঙ পাল্টায়।
বুঝতে না চেষ্টা করলে তার কাছে ঠিক এমন মনে হয়।
যদি বুঝতে পারতেন তবে এমন হতো না। শুধু অাপনাকেই কেউ বুঝবে, অাপনি কাউকে বুঝতে চেয়েছেন তো?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কথা সত্য।

বাহ! খুব সুন্দর বিশ্লেষন।

  ·  7 years ago (edited)

ধন্যবাদ পোষ্টি পড়ার জন্য.

RIGHT BRO