তাকদীরের বিষয়টি সম্পর্কে আপনি কি কনফিউশানে ভুগছেন??

in life •  6 years ago  (edited)

আপনি প্রায়ই কিছু মানুষ দেখবেন যারা তাকদীরকে দায় দিয়ে নিজে নির্দোষ থাকার চেষ্টা করে। আবার কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করেন।

discussion2.jpg
source

যেমন অনেকে বলে থাকেন যে আমি এস এস সি পরীক্ষায় এ গ্রেড পাওয়ার ছাত্র বা ছাত্রী ছিলাম। কিনতু আমি পরীক্ষার আগে খুব চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টার কারণেই আমি পরীক্ষায় এ প্লাস পাই। তার মানে এটা আমার চেষ্টার কারনে হয়েছে। মূলত এখানে তাকদীর কাজ করেনি। এভাবে বলে অনেকে তাকদীরের বিষয়টি অস্বীকার করেন। তিনি মনে করেন তার চেষ্টার কারণে তাকদীর পরিবর্তন হয়ে গেছে।

মূলত বিষয়টা এরকম নয় যে তাকদীরে লেখা ছিল আপনি এ গ্রেড পাবেন। কিনতু আপনার চেষ্টার কারণে আপনি এ প্লাস পেয়ে গেলেন। বরং তাকদীর টা এরকম লেখা যে আপনি একজন এ গ্রেড পাওয়ার ছাত্র। কিনতু একটা সময় মনে হলো আপনি আরওে ভাল করার যোগ্যতা রাখেন এবং সে জন্য আপনি কঠোর পরিশ্রম করতে লাগলেন। এবং পরিশ্রম করার কারণে আপনি এ প্লাস পেয়ে গেলেন।

তার মানে এখানে পুরো বিষয়টা তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। আপনি যে চেষ্টা করবেন এবং সেই চেষ্টার কারণে পরিবর্তনের টোটাল বিষয়টাই তাকদীরে লিপিবদ্ধ করা আছে। আশা করি বুঝতে পেরেছেন।

steem.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Mohan Allah aponar moto sobai k bujar toufik dan korun. Ameen.

thanks for comment.

চমৎকার ভাবে লিখেছেন। যা বুঝা একদম সহজ। খুবই ভালো লাগল পোস্টটা পড়ে।

Jajhakallahu Khairon vai

অনেক সুন্দর লেখেছেন,দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়।আল্লাহ বরকত বাড়িয়ে দেন,সব কিছুর মালিক আল্লাহ তবে নিজেদের দোয়া ও চেস্টা করতে হবে।ইসলামিক পোস্ট লিখে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া একজন মুসলিম এর কর্তব্য। অসংখ্য ধন্যবাদ।

sathe thakar jonno dhonnobad.

Congratulations @silentsteem! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of comments received
Award for the number of comments

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

You got a 60.18% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

You got a 64.97% upvote from @dailyupvotes courtesy of @silentsteem!

You got a 25.03% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @silentsteem! Earn 100% earning payout by delegating SP to @oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!

ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট করার জন্য। তবে ব্যপারটি আরএকটু খোলশা করে বল্লে ভাল হত। ইসলামের মতে তকদিরে যার বিশ্বাস নেই তার ঈমানই নেই। বিশ্বাস হচ্ছে না! তাহলে ঈমানে মুফাসসল মুখে পড়ে আপনি পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান কিন্তু অন্তরে অবিশ্বাস করে আপনি পরিচয় দিচ্ছেন আপনি .......................................
আল্লাহ আমাদের সবাইকে দ্বিনের সহি বুঝ দান করুন .. আমিন......
ঈমানে মফাসল সম্পর্কে বিস্তারিত পাবেন এই লিংকে- https://steemit.com/steemit/@sohelsarowar/2yvjk

ভাই, আমারে এটা বুঝান, যে আপনি এটা বুঝালেন যে আপনার তকদীর পরিবর্তন হবে এটাও তকদীরে লেখা আছে যার মানে হচ্ছে যে , তকদীর এ যা লেখা আছে তাই হবে ,? তাই না?