পরিচয়
শান্তি প্রিয় ও মানবপ্রেমী ছিলেন কবি যুহাইর।তিনি ছিলেন বনূ মুযায়না গোত্র অধিভুক্ত। কবির পিতা ও ছিলেন একজন কবি।তার দুই বোন সালমা ও খুনযা এবং তার দুই পুত্র কাব ও বুযায়ের ছিলেন কবি।তার পৌত্র মুদরিব বিন কাব এবং প্রপৌত্র আল আওয়াম ইবনে উকবা ও ছিলেন খ্যাতনামা কবি।বংশপরম্পরায় এমন কবিত্বের পরিবার একমাত্র তারই।
কবি প্রতিভা
কবি যুহাইরের কবিতা ও পান্ডিত্যের প্রতিভা প্রকাশিত হয় মাতুল বাশামাহ বিন ঘাদীর নিকট।তিনি ছিলেন বনী ঘাতফান গোত্রের সম্ভান্ত্র শীল এবং উচুমাপের কবি ছিলেন।অধিকন্তু তিনি আওস বিন হুজরের রাবী ছিলেন।
কবির কবিতাগুলোকে 'হাওয়ালিয়্যাত'বা গীতিকা বার্ষিকি বলা হত।তিনি তার একটা কবিতা প্রকাশের পূর্বে একটা বছর সময় নিতেন।ফলশ্রুতিতে তার কাব্য সমূহের এত উৎকর্ষ সাধন হয়েছে।
কবি যুহাইর তার কাব্য গ্রন্হে বাগ্মিতা পূর্ণ শব্দ ব্যবহার করেছেন।তার কবিতাগুলো ছিল খুবই নিপুণ, সহজবোধ্য, উচ্চমানের শব্দ গঠন এবং রুচিসম্মত। যা সম্ভব হয়েছে মাতুল বাশামাহ'র সহচর্যে।তাছাড়া ও তিনি উচ্চ পরিবারে জন্ম এবং অন্য স্হানে লালন পালন।যার সবই তাকে শিল্প নিপুণ কাব্যিক মননে উৎসাহিত করেছে।
কবি যুহাইরের শ্রেষ্ঠত্ব
১.ওমর রা.মতে, তিনি ছিলেন কবিদের কবি।(আরবেরী,সেভেন ওডস,পৃ.৯৯)
২.কবি জারিরের মতে,তিনি ছিলেন সবার উর্ধে।
৩.মুহাম্মদ ইবনে সাল্লাম আল জুমাহীরের মতে,তিনি ছিলেন জাহেলী যুগের চারজন প্রসিদ্ধ কবিদের একজন।
৪.ঐতিহাসিক এবং সাহিত্যিক আবুল ফারাজ আল আসপাহানির মত,তিনি জাহেলি যুগের শ্রেষ্ঠ তিন জনের একজন।
কবিদের মধ্যে কবি যুহাইরই স্থূলতা এবং বিচ্যুতি থেকে অধিক মুক্ত ছিলেন।