প্রেমিকের সাথে ঘুরতে যাওয়াটা সব সময় আনন্দের। আর যখন উনি প্রায় সাড়ে তিন বছরের পুরোনো স্বামী হন তখন সেটা অনেক অনেক বেশি সিকিউরড.....
কিন্তু যেহেতু আমার আড়াই বছরের ছেলে আছে তাই ঘুরতে গেলেও দেখা যায় ওকে নিয়েই বিজি থাকি দুইজনই, ঠিকমতো ছবিও তোলা হয় না।
তো, আজকে আমাদের সাথে আমার শাশুড়ি আম্মুও গিয়েছিলেন। আর আমার ছেলের সাথে উনার সম্পর্ক একটু বেশিই ভালো। ছেলেকে আম্মুর কাছে রেখে আমরা ইচ্ছামতো ঘুরেছি আজকে আর ছবিও তুলেছি।
আলহামদুলিল্লাহ-
আল্লাহুম্মা বারিক লাহা......