Mother is the only leader of love

in love •  7 years ago 

Screenshot_2018-05-03-14-21-49-528_lockscreen.png

As much as you say, no matter how little the
mother is,
think of the real
story as unique as the mother's story.
Mother's alternative is only
if the mother ever loses, it will be
understood that the mother
is neither invaluable nor worth anything in the world.

Mother is a child, you are
the back and back all in all, the
white is black or the uneven
always always the darling of children.
Mother's alternative is only
if the mother ever loses, it will be
understood that the mother
is neither invaluable nor worth anything in the world.

There is nothing that is diagonal in
your eye, you are the only one who loves to love,
above all arguments
, no matter what the relationship is like a mother.
Mother's alternative is only
if the mother ever loses, it will be
understood that the mother
is neither invaluable nor worth anything in the world.

(Mother of my grandfather, mother Rowshan Ara and mother of another Paradise mother, Mother Swapna, not sacrificing the love of Islam, devoted to them)



♦♣♥♠

যতই বলো বেশি কি অল্প
মায়ের হয়না কোন বিকল্প,
ভাবো যতই বাস্তব কি কল্প
অনন্য শুধুই মায়ের গল্প ।
মায়ের বিকল্প শুধুই মা
কখনও যদি হারায় তা ,
বুঝবে মা কি রতন অমূল্য
কিছুই নেই পৃথিবীতে যার তুল্য ।

মা বলে সন্তান তুমি মম
এ পিঠ ও পিঠ সবটাই সম,
নেই সাদা কালো কিংবা অসম
সদা সর্বদাই সন্তান প্রিয়তম ।
মায়ের বিকল্প শুধুই মা
কখনও যদি হারায় তা ,
বুঝবে মা কি রতন অমূল্য
কিছুই নেই পৃথিবীতে যার তুল্য ।

কিছু নয় যার চোখে তির্যক
তুমি শুধুই ভালবাসার নির্নয়ক ,
ঊর্ধ্বে সকল তর্ক কি বিতর্ক
মায়ের মত নেই কোন সম্পর্ক ।
মায়ের বিকল্প শুধুই মা
কখনও যদি হারায় তা ,
বুঝবে মা কি রতন অমূল্য
কিছুই নেই পৃথিবীতে যার তুল্য ।

(আমার জান্নাতবাসী মা জননী রওশন আরা ও আরেক জান্নাতবাসী মা জননী স্বপ্না ইসলামের ভালবাসার ঋন শোধ হবার নয় , তাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!