Sometimes some pain is very painful

in love •  7 years ago 

কিছু কিছু অপেক্ষা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। রাতের পর রাত মোবাইল হাত নিয়ে কারো কলের আশায় বসে থাকলেন, দেখবেন তখনই কাস্টমার কেয়ারের মেসেজ। মোবাইল ভাইব্রেট করার সাথে সাথে মন টা কিছুক্ষণ এর জন্য খুশিতে অন্য রকম হয়ে যায় এটাই ভালোবাসা। একটা চাপা কষ্ট বুকে নিয়ে থাকা।

প্রিয় মানুষ হাসপাতালে অনেক দিন থাকার পর যেদিন বাসায় আনা হয়। একটা ব্যস্ততা চলে আসে। এতোদিন হাসপাতালে কোন মতে কেটে ফেলা দিন গুলো এক মুহূর্তেই ভুলে গেলেন।
জ্বী এটাই ভালোবাসা। দীর্ঘ অপেক্ষা।

বিয়ের আসর থেকে গাড়িতে উঠার আগে মা মুখ লুকিয়ে কোথায় যেনো চলে যায় ক্লাবের ভেতর। মেয়েকে জীবনের চরম বিদায় টুকু বাবা ই দেয়। হুম এটাই ভালোবাসা।

কিছু কষ্টের মাঝেও এক নিদারুণ ভালো লাগা লুকিয়ে থাকে। প্রতিদিন প্রতিটা সময় কত জমানো কষ্ট ই আমরা লুকিয়ে বেড়াই। দিন শেষে একটু খুশির সংবাদ শোনার আশায়। জ্বী এটাই ভালোবাসা।

মোবাইল এ হেল্প সেন্টারের কত শত মেসেজ আসে। আপনার পছন্দের মেসেজ এর অপেক্ষায় থাকা তীব্র কষ্ট গুলোই ভালোবাসা।

মা লুকিয়ে কেঁদে চলে গেলো ক্লাবের ভেতর। এই ভালোবাসার কষ্ট টুকু তার সহ্য করার ক্ষমতা নেই। এই অপেক্ষার শেষ নেই।
কিছু কিছু অপেক্ষা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। খুব....

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারন। আসলেই ভালবাসার সংগাটাই এরকম।
কখন যে কিভাবে প্রকাশ পায় বোঝা বড়ই কঠিন ।

  ·  7 years ago (edited)

হুম সেটাই... এরি নাম ভালোবাসা!

বালামার

Wow good post love story

lekha ta pore onek onek onek valo laglo, onek sundor hoise likha ta. share korar jonno dhonnobad.