Manush Er Daam Koto Lyrics - Tasrif Khan

in manush •  4 years ago 


Manush Er Daam Koto Song by Tasrif Khan


Manush Er Daam Koto Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Morche Moruk Cholche Choluk SOng Lyrics In Bengali Written by Tanbhir Siddiki.

Manush Er Daam Koto Lyrics

Manush Er Daam Koto Song Credits:

Manush Er Daam Koto Song Lyrics:

মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
পুলিশ কিংবা, মেজর সিনহা
কিংবা পথের কুলি !
মানুষ মেরেছ, মানুষ মরেছে
কেন কিসে যাও ভুলি?

যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।

মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?

আমি তৈরি, তুমি তৈরি তো?
প্রস্তুতি নিয়ে রাখো,
হঠাৎ তোমার পথে থামিয়ে
সময় তো দিবে নাকো!!

মানুষ  মরছে,  মানুষ ই মেরেছে
মানুষের হবে সাজা,
সে সাজা ও নাকি মানুষ ই দেবে
ভেবে দেখো কত মজ!!

মানুষ এসে যদি মেরে ফেলে
হইচই করা মানা,
মানুষের জেন ঘুম না ভাঙ্গে
খেয়াল রেখো ষোলো আনা!
Full Lyrics
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

;)

@tipu curate

THANKS

THANKS