৪. আপনি সম্পূর্ণ নিজে যদি কোনো জিনিস রিপেয়ার করার প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৫. নিজের লেখা ও নিজের সুরারোপিত বাংলা গান নিজের গলায় গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৬. সম্পূর্ণ ইউনিক ও ক্রিয়েটিভ যে কোনো ধরণের "কুকিং রেসিপি"-কে এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
অগ্রহণযোগ্য DIY ইভেন্ট :
১. অন্যের তৈরী করা যে কোনো ধরণের ক্র্যাফট, আর্ট, স্ক্যাল্পচার এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
২. Abstract আর্টও এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না ।
৩. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
৪. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে বৈধ বলে গণ্য করা হবে না ।
৫. নিজের লেখা ও সুর করা গান ব্যাতিত অন্য কোনও গান গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
ইভেন্টের অবশ্য পালনীয় নিয়মাবলী :
১. আপনার DIY প্রজেক্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৩. নিজের পুরোনো DIY প্রজেক্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY প্রজেক্ট চাই ।
৪. DIY পোস্টটি করার সময় "amarbanglablog-event" এবং "diy" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৫. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
৬. DIY ইভেন্ট সপ্তাহে দিনে ম্যাক্সিমাম ১টি করে উইকে সর্বোচ্চ মোট ২টি পোস্ট করা যাবে ।
ইভেন্টের পুরস্কার :
১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. ইভেন্টে বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী৫০ স্টিম, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ স্টিম এবং তৃতীয় স্থান অধিকারী ২০ স্টিম পাবেন ।
ইভেন্টের বিচারক :
"আমার বাংলা ব্লগের" সকল অ্যাডমিন এবং মডারেটরবৃন্দ ।
পুরস্কার ঘোষণা :
DIY ইভেন্ট শেষে আমাদের পরবর্তী discord hangout -এ পুরষ্কার ঘোষণা করা হবে ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়
Account QR Code
thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit