জান্নাত,আওয়ারাপান,মার্ডার,গ্যাংস্টার,জেহের,সাংহাই,আকসার,রাজ,কালিয়ুগ,হামারী আধুরী কাহিনীর মত অসংখ্য ছবি দিয়া এই লোকটা তার জাত চিনাইছে।
বলিউডের হাতেগোনা কয়জন ন্যাচারাল এক্টরের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। এত এফোর্টলেস ন্যাচারাল এক্টর হওয়া সত্ত্বেও সারাজীবন কিছু মানুষের চক্ষুশূল হওয়ার কারণে তাকে বিতর্কিত হইতে হইছে অনেকবার যা খুবই দুঃখজনক ব্যাপার। এইসব বিতর্কের জন্য অনেকবার তার এবিলিটি,পোটেনশিয়ালিটি চাপা পইড়া গেছে।
আওয়ারাপান,জান্নাত,গ্যাংস্টার মুভিতে এই লোক আমাদের চোখে পানি আনতে বাধ্য করছে। কান্না না আসলেও একমিনিটের জন্য হইলেও আপনার খারাপ লাগবেই। আর এইখানেই অভিনেতা হিসেবে ইমরানের স্বার্থকতা। যে এইভাবে মানুষকে কাদাইতে পারে তাকে নিঃশ্চয়ই একজন ভালো অভিনেতা বলা যায়। আমি যতবারই ইমরানের ছবি দেখি প্রতিবারই মুগ্ধ হই এতো ভালো এক্টিং কিভাবে করে এই মুগ্ধতার যেন শেষ নেই।
মানুষ যাই বলুক তাকে নিয়া ইমরান হাশমী হয়ত অনেকেরই পছন্দের এক্টর এবং এদের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন বেচে থাকবে এই কামনা ♥♥♥ আজকে ৩৯ এ পা দিলো এই জনপ্রিয় অভিনেতা ♥♥♥
শুভ জন্মদিন প্রিয় নায়ক ♥