মুভি :উস্তাদ হোটেল
জনরা: ড্রামা,ফ্যামিলি
ডিরেক্টর: আনোয়ার রাশিদ
আইএমডিবি রেটিং: 8.4/10
পারসোনাল রেটিং: 10/10
কাস্ট: দুলকার সালমান,নিথিয়া মেনেন,থিলাকান
ভাষা: মালায়লাম
অসাধারণ এক মালায়লাম মুভি ৷ প্রথম যখন এই ইন্ডাস্ট্রির নাম শুনলাম তখন ভাবলাম হয়তো ভোজপুরি কোয়ালিটির কিছু হবে ৷ ব্যাংলোর ডেইজ দেখার পর ভুল ভাঙলো ৷ একে একে দেখে ফেললাম প্রেমাম,চার্লি,রুটিন লাভ স্টোরি,মুম্বাই পুলিশ,অ্যাডাম জোয়ান,100 ডেইজ অফ লাভ ৷ এবার উস্তাম হোটেলে আসি ৷
দুলকার সালমানের ফ্যান হয়ে গেলাম! কি অসাধারণ তার অভিনয়,এক্সপ্রেশন! এক কথায় দুর্দান্ত ৷ এরা মারামারি না করে,মুভিতে অসভ্যতা না করে মুভিকে শিল্প বানিয়ে ফেলেছে!
মুভিতে দেখা যায় দুলকার(ফয়েজ) যার নাম তার জন্মের আগেই ঠিক করে ফেলে তার বাবা ৷ তার আশায় একে একে চলে আসে চারটি বোন ৷ অবশেষে ফয়েজ আসে পরিবারে আর মা ফয়েজকে জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পরে ৷ বাবা দুবাই গিয়ে আঙুল ফুলে কলাগাছ ৷ ফয়েজকে লালন করে তার চার বোন ৷ বোনদের বিয়ের পরে তাকে তার ইচ্ছা অনুযায়ী বাবা বিদেশ পাঠান উচ্চশিক্ষার জন্য ৷ কিন্তু সে তা না করে শেফ হতে চায় ৷ জানা যায় তার দাদাও হোটেলেই কাজ করতেন ৷ এরপর থেকে কাহিনীর মোড় ঘুরে যায় ৷ মুভিটার কাহিনী যে খুব স্ট্রং তা নয় ৷ তবে অসাধারণ মেকিং,কিছু বাস্তবতা,দারুন কিছু ডায়ালগ সাথে প্রচুর ভালোবাসায় ভরা মুভিটি আপনার মাস্ট ওয়াচ লিস্টে থাকতেই পারে ৷ আর গানের কম্পজিশন আর লিরিকগুলোও দুর্দান্ত! তবে আমার মাথায় আসে না কেন এই সিনেমা ইন্ডাস্ট্রির নাম এতো অপিরিচিত! শুধুই কি তাদের ভাষা?!
হ্যাপি ওয়াচিং!
Image may contain: 2 people, people sitting and beard