ভালোবাসা তার পর || অর্ণব || Bhalobasha Tar Por || Arnob || Lyrics

in music •  7 years ago 

ভালোবাসা তার পর - অর্ণব
Bhalobasha Tar Por - Arnob (Lyrics)

কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুণ্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়া পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত,

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

Visit Our YouTube Channel For More Lyrical Songs: https://www.youtube.com/channel/UCGjYmvmcdI3G55mma1wyYpg

Important: We don't own anything. All credits go to the right owners. No copyright intended. We are using steemit for marketing purposes of our website and YouTube.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautifully sang, truly loved it