তুই কি জানিস না - অর্ণব
Tui Ki Janish Na - Arnob (Lyrics)
তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…
Visit Our YouTube Channel For More Lyrical Songs: https://www.youtube.com/channel/UCGjYmvmcdI3G55mma1wyYpg
Important: We don't own anything. All credits go to the right owners. No copyright intended. We are using steemit for marketing purposes of our website and YouTube.
Absolutely no idea what he is saying but with that soulfully intricate string work, as a guitarist, I don't need to know. All I DO know is that I could listen to this all the time. I appreciate you for sharing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit