সবাইকে নমস্কার/আদাব❤️❤️
সবাই কেমন আছেন?? আশা করি সবাই সৃষ্টিকর্তার আশির্বাদে ভালোই আছেন। আমিও অনেক ভাল আছি।ছবি সংগ্রহ করতে আমার খুব ভালোই লাগে,যখন সেটা নিজের হাত দিয়ে তোলা হয়ে থাকে তখন অনেক ভালো লাগে।।
আমার বাড়ির পাশে রামকৃষ্ণ সেবাস্রম রয়েছে।সেখানকার কিছু তোলা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম
ছবি -১
এটা হলো রামকৃষ্ণ মন্দির।।
ছবি -২
এটা হলো সেবাস্রম এর প্রশাসনিক ভবন।
ছবি -৩
এটা হলো সেবাস্রম এর আবাসিক হোস্টেল।
ছবি -৪
এই ব্যক্তিটি হলেন এই সেবাস্রম এর একজন সেবক এবং রামকৃষ্ণ ভক্ত।তিনি তার পরিবার ছেড়ে এখানেই জীবনযাপন করেন এবং সবকিছুর দেখাশোনা করেন।
এই মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলার খানসামা উপজেলার টংগুয়া গ্রামে অবস্থিত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক ভালো ভালো ব্লগ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।