সমাজ থেকে আমার কিছু প্রাপ্য কিনা?

in mythought •  2 years ago  (edited)

কিন্তু আসলে প্রথমে এটা জানা আরো জরুরি মানুষ হিসাবে বতর্মান সমাজে আমার অবস্থান কোথায়? আমি কি এই সমাজে কিছু দিচ্ছি যার জন্য আমার কিছু প্রাপ্য আছে নাকি শুধু আমি আমার নিজের জন্য চিন্তা করছি। যদি আমি এই সমাজে কিছু না দিয়ে থাকি তা হলে কি এখনকার এই সমাজ ব্যবস্থায় আমার কিছু প্রাপ্য কিনা?

বর্তমান সমাজ ব্যবস্থায় আসলে আমরা বেশি ভাগ কাজই নিজের জন্য চিন্তা করেই করি। এতে দোষ এর কিছু নাই। কারণ প্রত্যেক মানুষই প্রথমে তার নিজের স্বার্থ দেখবে এইটাই স্বাভাবিক। আগেও আমাদের বাবা দাদার আমলে তাই হতো। কিন্তু তখন আর এখন কার মধ্যে ছোট একটা পার্থক্য হলো জীবন এবং চাহিদা। তখন জীবন ছিল অনেক স্লো ( ধীর গতির ) আর মানুষ এর চাহিদা ছিল অনেক কম। উদহরণ স্বরূপ, তখন একটা গাড়ি হলে চলতো, ব্র্যান্ড ভ্যালু বলে কিছু ছিল না আর এখন শুধু গাড়ি হলে হবে না সেটা একটা নিৰ্দিষ্ট ব্র্যান্ড এবং মডেল এর হতে হবে। চাহিদা বাড়াটা সমস্যা না কিন্তু এই চাহিদার সাথে যখন একটা "নিৰ্দিষ্ট" জুড়ে গেলো তখনি এর সাথে চলে আসলো সোশ্যাল স্টেটাস ( সামাজিক মর্য্যাদা), যা এখন কার সময় বেশি ভাগ ক্ষেত্রে লোক দেখানো বা নিজেকে অন্যদের কাছে জাহির করার একটা প্রয়াস মাত্র। তাই এই "নিৰ্দিষ্ট" লক্ষ্য অর্জন এর জন্য যে প্রয়াসে আমরা ব্যাস্ত হয়ে পড়ি, তখন এই প্রয়াস থেকে বেশিভাগ ক্ষেত্রে সমাজ লাভবান হয় না। আর সমাজ যখন আমার থেকে কিছু পাচ্ছে না তখন এই সমাজ থেকে আমার কিছু পাওয়া উচিত কিনা সেটা আমাদের সবার ভালোভাবে ভেবে দেখার বিষয়।

এখন অনেকে বলতে পারেন ভাই আমার ইকোনমিক ( অর্থনৈতিক) অবদান আছে। নিশ্চয় আছে আর আমি একজন ফিনান্স (মেজর) এর পড়া ছাত্র হিসাবে সেটা স্বীকার করি। কিন্তু আমার এই দীর্ঘ চাকরি জীবনে এবং ব্যবসায়ী মানুষ হিসাবে আমি বলতে পারি, সমাজের জন্য এটা একটা ক্ষুদ্র অংশ যা আমারই "নিৰ্দিষ্ট" লক্ষ্য অর্জনের একটা উপজাত মাত্র. কিন্তু এর জন্য আমি আশা করতে পারি না যে, সমাজ আমাকে এর জন্য আমার প্রাপ্য দিবে. কারণ হয়তো আমার এই উপজাত থেকে সমাজ এর গুটি কয়েক মানুষ এর উপকার হচ্ছে , তার মধ্যে যদি দেখা যায় বেশিভাগ মানুষই আমার কাছের বা আমার সম পর্যায় বা উঁচুপর্যায় অবস্থান করছে। তাই আমি বলবো এই সমাজ থেকে কিছু আশা করার আগে আমাদের সবার একবার ঠান্ডা মনে এই কথা চিন্তা করা উচিত এই সমাজকে আমি কি দিলাম আর এই সমাজ থেকে আমার কিছু পাওনা আছে কিনা।

পুনশ্চ: আমি এখানে আমার মনের কিছু কথা লিখলাম। এটা শুধু আমার কথা (ওপিনিয়ন) মাত্র। আমি সাধারণত বাংলায় লিখি না অনেকদিন। আর আমি কোনো পন্ডিত বাক্তিও না, তাই ভাষাগত এবং বানানের অনেক ভুল থাকতে পারে, দয়াকরে আমার এসব ভুল গুলো ক্ষমা করে দিবেন, তাহলে খুশি হবো। সামনে হয়তো ফিন্যাসিয়াল টপিক এবং ইনভেস্টমেন্ট এসব নিয়ে লিখার ইচ্ছা আছে । দেখি এসব বিষয় নিয়ে কিছু একটা লিখবো, না হলে এই রকম কিছু একটা লিখবো যা শুধু আমার মনের কথা হবে। আশাকরি আপনারা বিরক্ত হবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!