প্রকৃতির সুন্দর এবং মানব সভ্যতা । ১৭/০৯/২০২২

in natural •  2 years ago 

অন্তরের অনুভূতি থেকে #পরিবেশ ও মানব সভ্যতা নিয়ে কিছু লিখতে চেষ্টা করলাম, ভুল হলে ক্ষমা করবেন, আশা করি চলার পথে উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সহযোগী হবেন।

received_947156480010914.gif

প্রকৃতির ভুমিকা:
#প্রকৃতি ও #মানব-সভ্যতা গড়ে উঠেছে #আদীকাল থেকে। কখনো ঝড়, কখনো সাগরের মোহা প্লাবন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে মানব সভ্যতাকে। তার মাঝে প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়েছে, বৃক্ষ অকৃত্রিম রুপে প্রকৃতিকে সাজিয়েছে আপন মায়ায়, ফল দিয়ে আমাদের জীবন বাঁচাতে সাহায্য করেছে, #অক্সিজেন সরবরাহ করা, প্লাবন এর হাত থেকে রক্ষা করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা ইত্যাদি ইত্যাদি...
IMG_20220917_070533.jpg

প্রকৃতির অপরূপ সুন্দর আমাদের মনকে আনন্দে আত্মহারা করে দেয়, তাইতো আমরা প্রকৃতিকে ঘিরে গড়ে তুলেছি বিনোদন পার্ক, #ট্যুরিজম এরিয়া, আরো কত কি, যেখানে যতবেশি প্রাকৃতিক সৌন্দর্য সেখানে তত প্রাকৃতিক প্রেমিরা ভিড় জমায়, প্রকৃতির সুন্দর
অবলোকন করে মনে প্রশান্তি আনে, কখনো ফুলের সমারোহ প্রকৃতি সেজে উঠে আপন মনে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছু উপভোগ করার অধিকার আছে শুধু মানব সভ্যতার জন্য। কুকুর, বিড়াল..... সকল জীবের তাতে কোন অধিকার নেই।

Uploading image #1...

মানব ভুমিকা:
#মানব জাতির আবির্ভাব ঘটে ২.৫ মিলিয়ন বছর আগে ধরা হয় প্রাগ ঐতিহাসিক যুগ, মানুষ তখন থেকেই শিখতে শুরু করে কিভাবে বাঁচতে হয়, ধীরে ধীরে কৃষিতে আবির্ভাব ঘটে, তারপর শুরু হয় নতুন এক জীবন, মানব সভ্যতার প্রয়োজন মিটানোর জন্য গড়ে উঠে শিল্প কারখানা, আর তাতেই শেষ হয়নি, গাছ কেটে বনায়ন ধংস করা, কারখানার বর্জ্য থেকে পরিবেশ দূষণ, অধিক পরিমাণে খাদ্য ফলন এর জন্য রাসায়নিক পদার্থ ব্যাবহার করা, ধীরে ধীরে প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। অতি বৃষ্টি, ক্ষরা, বন্যা, ঘুর্নিঝড়ের কবলে মানব জীবন এখন অধিষ্ঠিত। উত্তর মেরু অঞ্চলের বরফ গলে সাগরের পানি ফুলে ফেঁপে উঠছে, তাতে নিম্ন ভুমি প্লাবিত হচ্ছে, পরিবেশ রক্ষার নামে ধংসের নেশায় মেতে উঠেছে নিজেরাই। মানবতা রক্ষার নামে মানব সভ্যতা ধ্বংসের নেশায় আসক্ত সবাই, যুদ্ধ বিগ্রহ তো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

পরিশেষে আমাদের একটাই দাবি বিশ্বের দরবারে, আমরা সবাই বাঁচতে চাই,, আমাদের পৃথিবীকে বাঁচতে চাই, আসুন আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে একসাথে কাজ করি। তাহলেই আগামীর পথে ভালো একটি সভ্যতা বিকাশের আশা করতে পারবো।।
মোঃ দিদারুল ইসলাম পাটোয়ারী

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...