একটা নতুন বাইক কেনার পর আসলে অনেকগুলো কাজ থাকে, যেমন বাইকের সাথে কিছু এক্সোসরিজ লাগানো , কিছু সেফটি এক্সারসাইজ লাগানো , একটা রাইটিং জুতা কেনা , একটা রাইডিং জ্যাকেট কেনা , আরো ইত্যাদি আজকের কথা বলবো
বাইক রাইড : নতুন বাইক কেনার পরে যতটুকু সম্ভব ভাই কম চালানোর চেষ্টা করতে হবে , কারণ হলো বাইকের ইঞ্জিন সম্পূর্ণ নতুন থাকে , আর তাই নতুন বাইক কিনে যদি আপনি অনেক বেশি বাইক ড্রাইভ করেন বা চালান তাহলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হতে পারে , বিষয়টা কিছুটা একটু একটু করে মানিয়ে নেওয়ার মতো , তাই চেষ্টা করতে হবে নতুন বাইক প্রতিদিন 10 থেকে 15 কিলো বা 20 কিলো বেশি না চালানো , আমি যখন বাইক কিনেছিলাম তখন আমি বাইক প্রতিদিন 10 থেকে 12 কিলোমিটার চালাতাম , এর থেকেও বেশি মেইনটেইন করতে হবে স্পিড
বাইকের গতি : নতুন বাইকের স্পিড অবশ্যই মেইন্টেইন করে চালাতে হবে , কোনভাবেই আপনি বাইকের স্পিড 50 বা সাইটের উপরে তুলবেন না , এটা আসলে কিছুটা আরপিএম এর সাথে তুলনা করা হয় নতুন অবস্থায় একটা বাইকের আরপিএম আপনি 6000 এর উপরে তুলবেন না , আর 6000 আরপিএম রাখা মানে আপনার বাইকের গতি 40 থেকে 50 রাখা , এবং প্রথম অবস্থায় যত দ্রুত আপনি বাইকের মবিল পরিবর্তন করতে পারবেন ততই ভালো ,
তবে কোনভাবেই যেন 400 কিলোমিটার উপরে না চলে প্রথম মবিল , এইসব ছোটখাটো বিষয়গুলো মেনে চললেই আপনার বাইকের থেকে আপনি ভালো সার্ভিস পাবেন , লং টাইম ব্যবহার করতে পারবেন পরবর্তীতে সাউন্ড খারাপ হবে না , পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন