Hello friends how are you? Today i will share some important information with you all,hope you all like it.
Actually some time need to know some important thing this is one of them,so read and learn.. let's start
পিরিয়ডের সঠিক বাংলা কি হতে পারে জানো?আমি মা হতে তৈরি হচ্ছি, আমি সে সমস্ত সন্তানের মা হতে তৈরি হচ্ছি। কষ্ট সহ্য করছি যারা একদিন এই সময়টাকে পৃথিবীর নোংরা তম দিন হিসাবে অাখ্যায়িত করবে।আমার এই কথায় থমকে গেলো রুবেল।আমাকে ছুড়ে মারা জন্যে যে ফুলদানিতে তুলে ধরেছিলো সেটা নিচে নেমে যাচ্ছে।
ঔ ফুলদানিটা আবার ঠিক জায়গাতে রাখল,শান্ত হয় নি সে, তবে থেমেছে।বিয়ের পর প্রথম মাসে যখন আমার পিরিয়ড হয়,আমাকে বলা হয়েছিলো চাদে গিয়ে ছাদুর শুকাতে দিতে।আমি যাচ্ছিলাম না যখন, তখন আমাকে বেয়াদব ব্যাখা দিয়ে দেয়া হলো,তখন আমি বলে ওঠি আমার পিরিয়ডে হয়েছে।আমার যেতে ইচ্ছে করছে না শরিল ভালো লাগছে না,এই ছোট কথাটা রক্ষনশীল পরিবারে ঠুনকো শালীনতায় নাকি অবমানোনার সামিল।আমি কিছু বুঝতে পারার আগেই হুংকার ছাড়ে শ্বাশুড়ি,অসভ্য বেয়াদব মেয়ে শুশুর ভাশুরের সামনে মুখে লাগাম নেই।
আমি ও বলে উঠলাম,
এই যুগে এসে ও আপমারা এই সব নিচু ধারনা রাখেন কিভাবে'এটা আমার ছিলো ২য় অপরাধ! এই কথা জের ধরেই আমাকে দমকাতে আসে আমার স্বামী,আমি যখন প্রতি কথায় উত্তর দিতে লাগলাম,তখন সে তার চার কোনার টুপি কালো" কোট আর লাল "পিতায় বাধা সাটিফিকেট তুলে হাসো উজ্জল বিশ্ববিদ্যালয়ের সমাব্রতের ছবির, পাশে রাখা ফুলদানি উচিয়ে ধরে আমাকে দিকে ছুড়বে বলে।আমি খাটে বসে তার চোখে চোখ রেখে এ কথা বলায় সে থেমে যাই।
তার ভিতরে সামান্য বোধ এখনো হয় তো আটকে রেখেছে তাকে,কোনো শব্দ খুজে না পেয়ে সে বের হয়ে গেলো।সে বেরিয়ে যেতেই আমার শরিলে তীব্র জ্বলনি অনুভূতি হলো,সাথে পায়ে তীব্র কাপনি।
হাই স্কুলে উঠে যখন প্রথম পিরিয়ড শুরু হয়?তবে থেকেই একি বারে অসহ্য অপছন্দের একটি ব্যাপার এই পিরিয়ড।সারা শরিল তীব্র অসার অনুভূতি, মরন কামড়ের মত পেটে ব্যাথা সারা ক্ষন। ধারালো ছুরি আঁচড়ের মত অনুভূতি, "কোমর "তল পেট" পায়ে ও। সাথে স্যাত স্যাতে ন্যাকরার মত উদাস এই মন, সারাক্ষণেই খিটখিটে,তার উপরে বিছানায় গোড়াগড়ি দিয়ে নিরবে সহ্য করা অব্যাথিত চোখের পানি।
যেনো এই মহা পাপের শাস্তি ভোগ করা,,তখন থেকেই আমার প্রতি নিয়ত মনে হতো কেনো অযথা এই ব্যাথা সহ্য করা প্রতি মাসে?একটা সময়ের পর বুঝলাম,কেনো মেয়েদের এটা সহ্য করার ক্ষমতা দিয়েছেন সৃষ্টি কর্তা।আমার যখন থেকে মনে হতো মেয়েদের ক্ষমতা বেশি,মা হতে যে কষ্ট মেয়েটি তা বোধ হয় প্রতি মাসে পিরিয়ডের দিয়ে ধয্য পরিক্ষা করে মা হওয়াটা পাকাপোক্ত করে।
যত বড় হচ্ছিলাম তত দেখতে লাগলাম চারপাের মানুষের এটা লুকে রাখার নিম্ন নিতে ব্যাকে,যেনো উচ্চারণ করা মহাপাপ।এই সময় খাওয়া পাপ "চলা পাপা",বলা পাপ",যত দেখিলাম তত উত্তর খোজছিলাম কেনো ব্যাখা ছাড়া উত্তর পেতাম।এমনটাই চলে,এমটাই চলে আসছে হাজার হাজার বছর ধরে।কিন্তু কেনো,একটা সময় আমি ও লুকাতে শুরু করতাম।ভয় কাটিয়ে উঠলাম,কষ্ট সহ্য করলাম তবে মেয়েরা কষ্ট সহ্য করতে ভয় পাই না,অসীম ধয্য তাদের।লুকিয়ে শুরু করে এই সব কিছু,কেউ যদি দেখে পেলে,কেউ যদি বুজে যাই আমি পিরিয়ড হয়েছি।
মনে মনে বলতে থাকি"
হে মা মাটি তুমি ভাগ হয়ে যাও আমি ডুকে পড়ি মা।এমনিই লজ্জায় পড়তে হয়,আমাদের এমন ভাবে তৈরি হতে হয় যাতে আমরা কষ্ট ও সহ্য করতে পারি আবার লজ্জা ও পাই।এটা আমাদের জন্ম গত অপরাধ,শহরের অলিতে গেলিতে ফারমিসি গুলোতে সাজানো গোছানো থাকে প্যাডের প্যাকেট,তবু ও আমরা মেয়েরা অপেক্ষা করি দোকানের লোকোমূখ কবে কমবে কবে খালি হবে।প্রতি বার প্যাড দিতে বলার সময় আমরা আটকে যাই,আমরা লজ্জ পাওয়াতেই জেনো তারা সন্তুষ্ট, তাই বারবার জানতে চাওয়া হয় কি লাগবে তোমার?
সব কিছুর জন্যে ছুটির আবেদন লেখা শেখালে ও কোনো দিন পিরিয়ড জন্যে, ছুটির আবেদন লেখা আমাদের শিখাই নি।নেই কোনো পাঠ বইয়ের সিলিবাসে এটা অন্তর্ভুক্তি
বুঝে না কেউই,, এটা কোনো লজ্জিত হওয়ার কারন নয়,এটার কাছে রিনি সারা বিশ্বের মানুষ।শুধু পুরুষ নয় মহিলারা ও নিজের ধারনা পাল্টান, অভয় দেন নিজের মেয়ে সন্তানদের ও,সমাজ তো একদিনে পাল্টাই না,এই বদলানোর আন্দলোনে মা ছাড়া সেরে যুদ্ধা মনে হয় আর কেউ হতে পারে না।
লজ্জা নয় পিরিয়ড মেয়েদের গর্ব.....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit