The world's third largest ocean, Indian Ocean

in news •  5 years ago 

কোন দেশের নামে নামকরণ করা একমাত্র মহাসাগর হলো ভারত মহাসাগর । তিনটি মহাদেশ মিলে বিস্তৃত ভারত মহাসাগর পৃথিবীর বিস্তৃত 14 শতাংশ জায়গা জুড়ে আছে। আরব সাগর লোহিত সাগর ও বঙ্গোপসাগর একাধিক বৃষ্টিতো মহাসাগর সাগর গুলো ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। বিশ্ব বাণিজ্য ও সামরিক শক্তির গুরুত্ব হিসেবে সাগরদিঘীর ধীরে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। Screenshot_20191017-204533.png প্রাচীন গ্রিক ভৌগোলিক মত অনুযায়ী ভারত মহাসাগর কে বলা হতো এরিথিমার সাগর। Screenshot_20191017-204623.png 15 শতকে চীনারা এই সাগরে বিচরণ করতে থাকলে এর নাম দেয় পশ্চিম মহাসাগর। পরবর্তীতে ভারতের সাথে নাম অনুযায়ী এর নামকরণ করা হয় ভারত মহাসাগর কে একে বলা হতো ও শাহনাজ ওড়িয়া আনসারী ইন্ডিকা যা ভারত মহাসাগর নামে অধিক পরিচিত। Screenshot_20191017-204647.png এটি একমাত্র সাগরদা কোন দেশের নামে নামকরণ করা হয়েছে ভারত মহাসাগরের আয়তন সাত কোটি 34 লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার। হোয়ার সাগর টি সমগ্র পৃথিবী পৃষ্ঠের 14 শতাংশ এবং মোট জলভাগের আয়তন এর 20 শতাংশ জায়গা জুড়ে আছে। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই তিনটি মহাদেশ ভারত মহাসাগরের তীরে অবস্থিত। ভারত মহাসাগরের উত্তরের রয়েছে ভারত, পাকিস্তান, ইরান পশ্চিমে আছে মালয় উপদ্বীপ আফ্রিকা এবং পূর্বে আসে ইন্দোনেশিয়ার মালয় উপদ্বীপ। ভারত মহাসাগরের তিনটি বাহু হিসেবে বিবেচিত আরব সাগর লোহিত সাগর এবং বঙ্গোপসাগর এটা হচ্ছে প্রধান উপসাগর এই সাগর গুলোর মধ্য দিয়ে ভারত মহাসাগর তার নিজস্ব জলধারা ও গতি বজায় রাখে এবং ধীরে ধীরে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে কারণেই মহাসাগরের চারিপাশে বিভিন্ন দেশ রয়েছে বিশেষ করে চীন জাপান জাপান এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মহাদেশের বিভিন্ন ব্যবসায়-বাণিজ্য সাগর দিয়ে। শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয় বর্তমানে বিভিন্ন শক্তি সামঞ্জস্য ও বিভিন্ন বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মহাসাগর একটা বড় অর্থনৈতিক হচ্ছে এখান থেকে বিভিন্ন খনিজ তেল গ্যাস উৎপন্ন করা যায়। Screenshot_20191017-205200.png এই মহাসাগরের তলদেশে রয়েছে বিভিন্ন শৈলশিরা যায় একসময় শিরাগুলো ভাসমান হয়ে বিভিন্ন দ্বীপের সৃষ্টি হয়। এই মহা সাগরের তলদেশে রয়েছে বিভিন্ন গিরিখাত যেগুলোর আয়তন এতই বড় যে পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত এইখানে আছে ইন্দোনেশিয়ার পশ্চিম সাগরের সবচেয়ে বড় গিরিখাত রয়েছে। Screenshot_20191017-205815.png তাছাড়াও এই মহা শহরটি বর্তমানে বিশ্ববাণিজ্য একটা কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে গড়ে উঠছে, পাত্তাই মহাসাগরের পাশবর্তী এইসব রাজ্য বা দেশগুলো আছে তারা তাদের বাণিজ্য কেন্দ্রবিন্দু হিসেবে এই মহাসড়ক ভূমিকা পালন করেন বিশেষ করে ভারত চীন ইন্দোনেশিয়া জাপান এইসব দেশগুলো তাদের প্রধান বাণিজ্য এই সাগরের এর নিকটবর্তী স্থানে গড়ে তুলেছে তাদের পানিপথে সকল পণ্য আনা-নেওয়া সকল সুবিধা হয় আর তাই বর্তমান সময়ে এই মহাসাগর টি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!