Titanic 2 is being developed in the manner of Titanic

in news •  5 years ago 

বিগত শতকের সবচেয়ে বড় জাহাজ আরএমএস টাইটানিক বহুল আলোচিত সেই জাহাজের সেই জাহাজের আদলে তৈরি হতে যাচ্ছে আরেকটি জাহাজ টাইটানিক 2। 300 শতকে মনুষ্যনির্মিত সবচেয়ে বড় ভাসমান জাহাজ হল টাইটানিক. জাহাজটি তার প্রথম যাত্রায় ডুবে গিয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগরে. টাইটানিকের এই করুণ পরিণতির কাহিনী উঠে এসেছে বহু বই, নাটক, সিনেমা, প্রামাণ্য চিত্র, সহ সকল ধরনের প্রচার মাধ্যমের, মানুষের মুখে মুখে ছড়িয়ে টাইটানিকের গল্প ছড়িয়ে গেছে এক কিংবদন্তির পর্যায়ে. আর তাই টাইটানিকের চেয়ে অনেক গুণ বড় বহু জাহাজ বিলাসবহুল ও বড় জাহাজ তৈরি হল এর আবেদন কে কে পিছনে ফেলতে পারেনি কেউ. টাইটানিকের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক নিয়ে এবার ব্যবসায় নামছে ধনকুবের ক্লিপ পালমার. তার মালিকানাধীন ব্লুস্টার কোম্পানি তৈরি করছে টাইটানিক 2. Screenshot_20191020-212948.pngজাহাজটি নকশা করা হয়েছে উপভোগ টাইটানিকের আদলে . টাইটানিক 2 জাহাজের 2022 সালে তার যাত্রা শুরু করবে. 1912 সালের আসল টাইটানিক এবং টাইটানিক 2 দেখতে একই রকম হলেও তাদের মধ্যে বেশ কিছু মিল ও অমিল রয়েছে.Screenshot_20191020-213109.png প্রথম টাইটানিক তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন, আর বর্তমানে টাইটানিক 2 তৈরি করছে ব্লু স্টার লাইন. প্রথম টাইটানিক তৈরি হয়েছিল1900 সালের প্রযুক্তি দিয়ে. বর্তমানে টাইটানিক 2 এর তৈরি হচ্ছে আধুনিক সকল পর্যায়ের প্রযুক্তির সহায়তায়. টাইটানিক 2 এর সবচেয়ে বড় পরিবর্তন হলো এই জাহাজে সকল পর্যাপ্ত পরিমাণ লাইভ বোর্ড রাখা হবে, লাইভ বোর্ড ছাড়া একুশ শতকের একটি জাহাজে নিরাপত্তার জন্য যা যা দরকার প্রায় সকল কিছু এখানে থাকবে শুধু তাই নয় এছাড়াও বিপথগামী কোন স্থানে দ্রুত ব্যবস্থা ও যোগাযোগের জন্য সবসময় ব্যবস্থা ও উন্নত মানের কারণ তাৎক্ষণিকভাবে বিমানবাহিনীর ব্যবস্থা সংযুক্ত করা হবে. Screenshot_20191020-212848.png টাইটানিক 2 এর দৈর্ঘ্য আসল জাহাজের দৈর্ঘ্য সমান 885 ফুট, প্রথম টাইটানিকের প্রস্থ 175 ফুট হলেও টাইটানিকের কিছু বাড়তি সুবিধা যোগ করা হলে এর প্রস্থ একটু বেশি হবে. 9 তলা বিশিষ্ট টাইটানিক 2 এর উচ্চতা প্রায় 175 ফুট. এবং ওজন 40 হাজার টন, বসে আসল টাইটানিক এর মতো টাইটানিক ডুবে থাকবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর টিকিট টিকিট ব্যবস্থা, টাইটানিক 2 জাহাজের 840 টি কেবিনে, পরিবহন করতে পারবে 2484 তাছাড়া এখানে সার্বিকভাবে কর্মচারী নেভিগেশনের জন্য ব্যবস্থা সেবাদান করে থাকে 900 জন কর্মচারী. Screenshot_20191020-213041.png প্রথম টাইটানিক নির্মাণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বেলফাস্ট আর টাইটানিক 2 নির্মাণ করা হচ্ছে চিনে,Screenshot_20191020-213052.png নির্মাণ শেষ হওয়ার পর টাইটানিক 2 থেকে সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বন্দরে এসে পৌঁছাবে পূর্বের মত এখান থেকেই টাইটানিক 2 যাত্রা শুরু করবে এই সাউথ্যাম্পটন বন্দর থেকে আগের প্রথম টাইটানিকের মত এখান থেকে শুরু করে নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক টু যাত্রা শুরু করবে.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!