নাটক জনপ্রিয়তা হারাচ্ছে দিন দিন এবং নাটকের মান যে দিন দিন কমছে তার জন্য শিল্পীরা চ্যানেলগুলোকে এই দোষ দিলেন আমিও তাদের সাথে একমত।
এগুলো আসলে যে কোন ধরনের নাটক কেই পাবলিশ করে দিচ্ছে। আরা নাটকের মান নিয়ে কোন প্রশ্ন তুলছে না। শিল্পকলা একাডেমীতে শিল্পীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে শিল্পীরা এই অভিযোগ তোলেন। তারা অভিযোগ করেন 23 নির্মিত 80% নাটক গ্রহন যোগ্যতা হারাচ্ছে দর্শকদের এখন ইন্ডিয়ান সিরিয়াল জি বাংলা স্টার জলসা এসব চ্যানেলে যে সব বাংলা সিরিয়াল গুলো হয় সেগুলো দেখছে। এতে করে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে।
সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় চ্যানেল মালিকদের উদাসীনতায় এবং নাটক যারা নির্মাণ করেন রাতেরও পেশাদারি মনোভাব এই দুর্দশা। তবে তারা এখনো মনে করে বাংলাদেশী নাটক এখনো স্টার জলসা এবং জি বাংলায় যে অবাস্তব অকল্পনীয় অগ্রহণযোগ্য নাটক দেখায় তার থেকে অনেক গুণ ভালো বাংলাদেশের নাটক।
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit