অনেকেই ওয়েবসাইট তৈরি করবেন ভাবছেন নিশ খুজে পাচ্ছেন না তাদের জন্য তৈরি করা হয়েছে এই ডক মনোযোগ দিয়ে পড়ুন আশা করি উত্তর পেয়ে যাবেন এবং কাজ শুরু করে দিতে পারবেন
আসলে নিশ বাছাইয়ের জন্যে অন্য কারো কাছে প্রশ্ন করার চেয়ে নিজের কাছে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। বুঝতে পারছেন না, তাই না? ওকে। বুঝিয়ে বলছি। ধরুন, আপনি যদি আমার কাছে কিংবা অন্য কারো কাছে নিশ চান, আমি আপনাকে সেই নিশটাই দেবো, জেটা আমার কাছে ভালো এবং সহজ আর আপনার কাছে হয়তো সেটা কঠিন হতে পারে । তাই, আপনার কাছে জেটাই ভালো লাগবে আপনি সেটা নিয়েই শুরু করুন। এছাড়াও, নিশ বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখুন-
১। প্রথমেই জোর দিন আপনার সবচেয়ে পছন্দের বিষয় গুলোর উপর কিংবা আপনার প্রিয় শখের উপর। উদাহরণসরূপ বলা যেতে পারে- আপনার হয়তো মুভি দেখতে খুব ভালো লাগে, তাহলে আপনি মুভি’র উপর রিভিউ লেখা শুরু করে দিন।
২। এমন একটা টপিক পছন্দ করুন জেটা আপনি সব সময় করতে পারবেন আর সেই টপিকটা যেন আপনার খুব পছন্দের কিছু একটা হয়। তাহলে, এই টপিকে কাজ করার সময় আপনার মোটেও বিরক্ত লাগবে না।
ওয়েবসাইট তৈরি করবেন ভাবছেন নিশ খুজে পাচ্ছেন না এই ডকটি পড়ুন
৩। এমন নিশ পছন্দ করবেন, যেটার সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা রয়েছে। অপর্যাপ্ত ধারণা নিয়ে কোন নিশ বাছাই করবেন না, করলে হয়তো মাঝপথে থেমে যেতে হবে।
৪। এবার আপনার এই সকল Requirements মেনে কয়েকটা নিশ/টপিক বাছাই করুন। এরপর সেই সব টপিকের উপর একবার কিওয়ারড রিসার্চ আর কম্পিটিটর এ্যানালাইসিস করে নিন। যেটা আপনার কাছে সহজেই প্রফিটেবল আর র্যাঙ্ক করাতে পারবেন বলে মনে হয় সেই টপিকটা নিয়েই শুরু করে দিন। smile emoticon
আরো কিছু টিপস
১. অ্যাডসেন্স ওয়েবসাইট + অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য Product Review ওয়েবসাইট সবচেয়ে ভালো হয়। আপনি একটি নির্দিষ্ট প্রোডাক্ট, যেমন Car, Camera, Software নির্বাচন করে, সেগুলোর উপর রিভিউ লিখে আপনার ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। এরকম টাইপের ওয়েবসাইটে যথেষ্ট আর্টিকেল থাকার কারণে সহজেই আপ্প্রভ পাওয়া যায়
২.কমন টপিক নিয়ে সাইট করুন। (যেটা নিয়ে আপনি বহুদিন লিখতে পারবেন) এক্সাম্পল > Technology Product review, Jobs Circular, Education Results, celebrity news এইসব টপিক দিয়ে শুরু করতে পারেন। তবে শুরু করার আগে অবশ্যই Keywords research করে নিবেন… আর ডোমেইন নেম বাছাই করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, যাতে ডোমেইন এ আপনার Targeted Keywords থাকে grin emoticonআশা করি ক্লিয়ার ধন্যবাদ
Hi, @shayekh2!
You just got a 0.04% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit