লোভী বুড়ির গল্প। এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়িটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতো। অনেক সময় মানুষ দুটিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত।
একদিন বুড়ি এক বাড়িতে ঢুকলো তখন বাড়ির মালিক তাকে ভিক্ষা না দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এরপর বিড়ির বুড়ি কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তখন বুড়ি হঠাৎ একটি কিছু একটির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল।
তখন বুড়ি দেখল যে তার পায়ের সামনে একটি কি জিনিস দেখা যাচ্ছে। তখন তা গর্ত করে দেখল একটি হাড়ি তখন দেখতে পেল হাড়ির বেতর অনেকগুলো স্বর্ণ।
তখন বুড়ি অনেক খুশি হয়ে গেল এবং অন্য গুলো বিক্রি করে রাতারাতি অনেক ধনী হয়ে গেল। এরপর বুড়ির বাড়িতে কোন ভিক্ষুক আসলে বুড়ি তাদেরকে তাড়িয়ে দিত বাড়ি থেকে তাদেরকে বিখ্যাত না একদিন সাধু বাবা তার বাড়িতে আসলো।
এবং কিছু খাওয়ার চাইল তখন বুড়ি তাকে খাওয়ার না দিলে না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে তখন সাধুবা ধ্বংস ঘন লস রং নব বন ছোটবা তাকে অভিশাপ দিল বুড়ি। যত ধন সম্পদ রয়েছে।
সবকিছু যেন তলিয়ে যায় তখন বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে দেখল যে তার বাড়ি আগের মতো করে গড়ে পরিণত হয়ে। গেলো বুড়ির লোভ এর ফলে তার সবকিছু হারাতে হল।
বুঝার জন্য ইংলিশে
The story of the greedy old woman. An old woman lived in a village. The old woman used to go to people's houses and beg. Many times people would push the two out of the house.
One day the old woman entered a house and the owner of the house kicked her out of the house without begging. Then the old woman of Bidi was walking along the road crying. Then the old woman suddenly collided with something and fell down.
Then the old woman saw a thing in front of her feet. Then he dug a hole and saw a bone. Then he saw a lot of gold in the bone.
Then the old woman became very happy and became very rich overnight by selling the others. Then a beggar came to the old woman's house and the old woman used to chase them away.
And when he wanted to eat something, the old woman told him to leave the house without giving him any food. Then the old woman cursed him. As much wealth as there is wealth.
As if everything was sinking, the old woman woke up in the morning and saw that her house was built as before. The old woman's greed caused her to lose everything.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit