10K Tk best phone in bangladesh

in phone •  5 years ago 

আজ আমি আপনাদের দেখাব 10 হাজার টাকায় সেরা 5 টি ফোন আপনার বাজেট যদি 10000 টাকার মধ্যে হয় তাহলে এখান থেকে যে কোন একটি ফোন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন.

5 নাম্বারে যে ফোনটি রয়েছে সেটি হলো। ইনফিনিক্স স্মার্ট টু প্রো চলুন দেখি এই ফোনটিতে কি কি থাকছে এটিতে ব্যবহার করা হয়েছে 5.5 ইঞ্চি এর একটি ডিসপ্লে এবং রেজুলেশন 720. 1440 পিক্সেল.

ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 1.5 GH2 এর quad-core মিডিয়াটেকের 67g9 এর প্রসেসর.

এটি রান করবে অ্যান্ড্রয়েড 8.1 এ এই ফোনের মেমোরি হিসেবে পাচ্ছেন 16 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 2 জিবি Ram মাইক্রো এসডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন 128 জিবি পর্যন্ত.

এটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে
13 মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল এর ডেপ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এলইডি ফ্ল্যাশ রযেছে।

সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক তবে ফেসলক নেই ব্যাটারি হিসেবে পাচ্ছেন নন রিমুভাল 3050 এমএইচ এর একটি ব্যাটারি কালার হিসেবে পাচ্ছেন ব্ল্যাক রেট ও গোল্ড এর বাজার মূল্য 8990 টাকা.

এই তালিকায় 4 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হল ভিভো y9 0 এই ফোনটিতে 6.22 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল HD+ যুক্ত নচ ডিসপ্লে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 8.1 এটিতে পারফরম্যান্স হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলো a20 এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 2.0 গিগাহার্জ এর quad-core এর প্রসেসর।

গেমিং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে পাওয়ার ডিয়ার GE830 20 এবং এর মাধ্যমে মোটামুটি ভালো গেমিং করতে পারবেন এবং পাবজি খেলতে পারবেন low গ্রাফিক্স

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 3.14% upvote from @minnowvotes courtesy of @akash2018!

  ·  5 years ago Reveal Comment

You got a 33.33% upvote from @redlambo courtesy of @akash2018! Make sure to use tag #redlambo to be considered for the curation post!