এবছরের একদম শুরুর দিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ছিলাম । ঢাকায় আমরা সব মিলিয়ে দিন দশেক ছিলাম । প্রচুর ঘোরাঘুরি আর কেনাকাটা করেছি এই ক'টি দিন ধরে । সেই সাথে খাওয়া-দাওয়া, হৈ-হুল্লোড় । প্রত্যেকদিন আমরা সকালে আর বিকেলে ঘুরতে বেরোতাম । জ্যামের কারণে বেড়ানোটা মাঝে মাঝে বেশ বিরক্তিকর লাগতো, তবে ওভারঅল উপভোগ-ই করেছি বেড়ানোটা ।
এই রকমই একটা দিনে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম জাদুঘরে । ঢাকার শাহবাগে অবস্থিত এই জাদুঘরটি বাংলাদেশের কেন্দ্রীয় জাদুঘর । গ্রাউন্ড ফ্লোরে একটা আর্ট গ্যালারি, কিউরেটর এর কার্যালয় আর একটা ক্যান্টিন রয়েছে ।
ফার্স্ট ফ্লোরে রয়েছে বাংলাদেশে প্রাপ্ত পশু-পাখি, শস্য এবং উদ্ভিদ এর ট্যাক্সিডার্মিক মডেল । বাংলাদেশের বিভিন্ন উপজাতিদের পোশাক পরিচ্ছেদ, গয়না-গাটি এবং তৈজসপত্র, বাংলাদেশের কৃষি সরঞ্জামাদি, নদীমাতৃক দেশের সব চাইতে অপরিহার্য যান অসংখ্য নৌকার ছোট-বড় মডেল, মাটির তৈরী অসংখ্য তৈজসপত্র, প্রাচীনকালের পাথর, পেতল ও ব্রোঞ্জের তৈরী অসংখ্য ছোট-বড় অমূল্য সব মূর্তি ।
সময়ের অভাবে আমরা সেকেন্ড ও থার্ড ফ্লোর-এ ঘুরতে পারিনি । তবে গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোর ঘুরে ঘুরে আড়াই ঘন্টার অধিক সময় কাটিয়েছি, আর সেই সাথে তুলেছি অসংখ্য সব ছবি । তারই মধ্যে থেকে সিলেক্টেড কিছু ছবি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে ।
গ্রাউন্ড ফ্লোরের পশ্চিমদিকে বিশাল একটা হলঘর রয়েছে । এই হলঘরেই আর্ট গ্যালারিটা । বাংলাদেশের প্রয়াত বিখ্যাত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সব আর্টিস্টদের আর্ট দিয়ে ভরা এই আর্ট গ্যালারিটা । আর্টিস্টদের মধ্যে নাম দেখেছিলাম শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, এস এম সুলতান, কাইয়ুম চৌধুরী প্রভৃতি । সবার নাম তো আর মনে নেই ।
তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন ।
মিউজিয়ামের সামনে আমাদের লাজুক বাবু
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৩০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম প্রাঙ্গনে
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৩০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের আর্ট গ্যালারি
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৩৫ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
এগুলি সব কাঠ দিয়ে নির্মিত ভাস্কর্য । দৃষ্টিনন্দন এই সব ভাস্কর্য দেখলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৪০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
আমার সব চাইতে যা প্রিয় সেই আর্ট দেখা জাস্ট শুরু হলো এখন । হুঁ, এগুলো সবই বিমূর্ত শিল্প (abstract art) । এদের মধ্যে একটা আর্টের নাম ছিল "বিড়ালের স্বপ্ন" ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৪০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
"মৎস্য শিকারী" আর্টটা সব চাইতে বেশি ভালো লেগেছিলো আমার কাছে ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৪০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
✡ ধন্যবাদ ✡