আজকে আবারো হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে, আমার মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের সিরিজ ফোটোগ্রাফি পর্ব । আজকে হলো নবম পর্ব । আগামীকাল দশম এবং অন্তিম পর্ব প্রকাশিত হবে ।
আজকের পর্বে একটি অদ্ভুত মাছের কথা বলবো আপনাদের । মাছটি দেখতে ভারী অদ্ভুত, আমি এর আগে কোনোদিনও দেখিনি । মাছের মুখ আর চোখ দেখলে সর্বপ্রথম যার কথা মাথায় আসে সেটি হলো এলিয়েন । মাথার দু'পাশে ঠেলে বেরিয়ে এসেছে এই পর্দাহীন নীলাভ ধূসর রঙের বড় বড় দু'টি চোখ ।
আর দেখলাম মাথায় বিরাট ঢিপলি ওয়ালা মাছ । এটি অবশ্য চেনা মাছ । বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, এই মাছ বহুবার দেখেছি তাই । চায়না বা জাপানি অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া, বিভিন্ন জাতের সামুদ্রিক চিংড়ি আর বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক মাছের ফোটোগ্রাফি নিয়ে আমার আজকের পোস্টটি সাজানো হয়েছে ।
আজকের এপিসোডে আপনারা যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী দেখতে পাবেন সেগুলো হলো - Caridean Shrimp, Spot-fin porcupinefish, Banded coral shrimp, Metynnis argenteus, Spiny lobster, Oscar, Java barb, Jewel Cichlid, Chinese horseshoe crab/Japanese horseshoe crab, or tri-spine horseshoe crab, Mantis shrimp, Blood-red Parrot Cichlid, Flower Horn এবং Red Dragon Flower Horn ।
Caridean Shrimp হলো একদম সাদা এবং স্বচ্ছ এক ধরণের সামুদ্রিক গলদা চিংড়ি । আর Spot-fin porcupinefish হলো সেই মাছ যার কথা পোস্টের একদম শুরুতেই উল্লেখ করেছি । এই মাছের মুখ একদম এলিয়েনের মতো, বিশেষ করে এর চোখ জোড়া । আর সারা গায়ে ফুঁটকি কাটা এবং অসংখ্য কাঁটায় ভর্তি । মাছটি যখন ভয় পেলে বা উত্তেজিত হলে নিজেকে ফোলায় তখন এই কাঁটাগুলি একদম খাড়া হয়ে সজারুর কাঁটার মতো দেখায় । এরই জন্য এই মাছের নামের সাথে porcupine শব্দটি জুড়ে দেওয়া হয়েছে । porcupine মানে হলো সজারু ।
Banded coral shrimp হলো একরকমের খুদে সামুদ্রিক গলদা চিংড়ি যেগুলো দেখতে অনেকটাই মাকড়সার মতো । তবে বেশ বাহারি রঙের হয়ে থাকে এরা । Metynnis argenteus দারুন সুন্দর ছোট্ট একটি উজ্জ্বল রুপোলি রঙের মাছ । ব্রাজিল হলো এর উৎপত্তিস্থান । কমন নাম silver dollar ।
Spiny lobster গুলো প্রকান্ড বড় সামুদ্রিক গলদা চিংড়ি । এগুলোর শরীর ও দাঁড়া অনেক বৃহৎ হয়ে থাকে । Oscar এবং Java barb সম্পর্কে এর আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি । Jewel Cichlid গুলো কই মাছ আকৃতির ছোট ছোট, বাট খুব সুন্দর দেখতে এদের গায়ের রং । Tri-spine horseshoe crab হলো horseshoe crab বা অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার একটি প্রজাতি । এই কাঁকড়ার আরো দু'টি নাম আছে - Chinese horseshoe crab এবং Japanese horseshoe crab । এর আগে কোনো এক পর্বে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি । তাই এই পর্বে আর কিছু বললাম না ।
Blood-red Parrot Cichlid নাম যেমন রক্ত রাঙা টিয়া দেখতেও আসলে তেমনই খুব সুন্দর, টিয়ার মতোই । Red Dragon Flower Horn মাছ হলো Flower Horn মাছেরই একটি প্রজাতি । উজ্জ্বল লাল রঙের এই মাছের ঠিক মাথার উপরে থাকে একটা ঢিপলি । দেখলে মনে হবে যেন মস্ত বড় একটা ফুল ফুটে রয়েছে মাথার উপরে ।
*Caridean Shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Spot-fin porcupinefish
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Banded coral shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Metynnis argenteus বা সিলভার ডলার ফিশ
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Spiny lobster
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Oscar এবং Java barb
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Jewel Cichlid
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Chinese horseshoe crab/Japanese horseshoe crab, or tri-spine horseshoe crab
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Mantis shrimp
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Blood-red Parrot Cichlid
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
*Flower Horn এবং Red Dragon Flower Horn
তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩
সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ