জগদ্ধাত্রী পুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৫

in photographyjagadhatri •  2 years ago 

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidGLdvTMPEx7tuYTp81imYg3QFNMAP1NWqaa1hLJXdX3RwcecNPRyDGbx.jpeg
এই পুজো প্যান্ডেলটা তৈরী করা হয়েছিল জয়সলমীরের (রাজস্থান) রাজপুত রাজপ্রাসাদের আদলে । এল ঝলমলে এক রাজপ্রাসাদ যেন । দেউড়িতে রয়েছে বিশালকায় হাতি । বিশাল গোঁফ আর মস্তকে পাগড়ি সুসজ্জিত রাজপূত প্রহরী । প্রাসাদের দেওয়ালে সূক্ষ্ণ কাজ, মখমলের জরির কাপড় আর অসংখ্য রাজস্থানী নানান মূল্যবান জিনিস দ্বারা সজ্জিত এই পুজো প্যান্ডেল ।

বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি কোনো রাজস্থানের রাজবাড়ী নয় এটি একটি পুজো প্যান্ডেল আসলে । একটা জায়গায় দেখেছিলাম ছোট ছোট অসংখ্য আয়না দিয়ে দেয়ালের একটা স্থান সজ্জিত । সামনে দাঁড়ালে নিজের অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই অসংখ্য আয়নায় । বেশ অদ্ভুত সুন্দর লাগে দেখতে ।

আর হাতিগুলোর মূর্তিও দারুন সুন্দর তৈরী করেছিল । দেখতে একদম অবিকল জ্যান্ত লাগছিলো । তবে রাজপুত প্রহরীদের দেখতে আমার কেমন জানি পুতুল পুতুল লাগছিলো । অবিকল মানুষের মতো বানাতে পারেনি তাদেরকে । তবে আসল জিনিস জগদ্ধাত্রী প্রতিমাটি কিন্তু দারুন তৈরী করেছিল । বৃহৎ আকৃতির আর সাজসজ্জা অতি চমৎকার ছিল । দেবী প্রতিমার মুখমন্ডলও অসাধারণ সৌন্দর্য্যে মন্ডিত ছিল ।

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidGLdvTKUGSvsKdNK9zQgVB4cGbErJQb4M4FeFKMD4MEd51amcrTHzewG.jpeg

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidGLdvTKUGSub3tgWXjfbVgpMazXWZbQA6u7PN2RGZtE8gwGTH8fAo5jL.jpeg

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidGLdvTKUGSuZZp88G8vZycTttqghRt9iWfB58LHFcxMCdbXsEqrpLp8n.jpeg

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidGLdvTKUGStFWhUZfrRRYet91MUpe8if5okSBS1CoxRyCRnDgUq8p8Qn.jpeg

রাজস্থানের জয়সলমীরের রাজপুতদের প্রাসাদ এর আদলে তৈরী জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল ।

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : রাত ০৮ টা ১৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!