প্রিয়ভাষিণী

in poem •  7 years ago 

এ কূলে দাঁড়িয়ে
দুকূলের মায়া বাড়িয়ে
নিজের সব ছাড়িয়ে
তার সবটুকু হারিয়ে
.
এ কুয়াশাঢাকা রাত
তার প্রিয় জোছনা
আমার নীরব আর্তনাদ
তার কাঁদো কাঁদো মূর্ছনা।
.

দুটি প্রাণ বেমানান
এক আকাশ ছাদ বানিয়ে
ঘোরে বেঘোরে বসবাস
বেঁচে থাকার দীর্ঘশ্বাস।।
.
বুকচেড়া ক্ষোভ
এক হওয়ার লোভ
শুধু একটু ভালবাসা
জন্মায় হাজার হতাশা।
.

থেকে যাও সময়
আমার হয়ে
তারে নিয়ে
এই শীতলতায়।
.
আমার সবটুকু উষ্ণতা রেখেছি
তার ছোঁয়ায় দ্বিগুণ করব বলে
আমি দাঁড়িয়ে এ কূলে
জড়িয়ে মায়া দুকূলে।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!