কবিতা ২ “চিন্তা”

in poem •  7 years ago 

2010-03-03-PIC_6619.jpg

“চিন্তা”
-- হামিদুল হক তরুন

অনেক চিন্তা করে ঠিক করেছি লিখবো একটি কবিতা
সেথায় থাকবে দেশ, ধমর্, কাল, আবাল বৃদ্ধবনিতা।
দেশের কথা কি-ই বা লিখবো দেশ তো আর দেশ নাই
সোনার বাংলায় সোনা কই আর আছে শুধু পোড়া ছাই!
রোদে পুড়ে জলে ভিজে কৃষকেরা যা ফলায়
নামধারী সব দেশ নেতারা খেয়ে খেয়ে লুদি নামায়।
আসল যারা তাদেরই পিঠে নকলের সিল মারা
বিদ্যা বুদ্ধি নেইকো যাদের তাদেরই কথা কড়া।
দিন দুপুরে কেউবা আবার অস্ত্র নিয়ে ঘোরে
ভাল কথায় চোখ রাঙিয়ে আসে ওরা তেড়ে।
বিশ্বাস কাউকে যায়না করা সবাই যেন ধোকাবাজ
মুর্খের পকেটে কলম লাগানো ফকিরের রাজার সাজ।
এই তো গেল একরূপ দেশের আরো কত রূপ আছে
বর্তমানের রূপ দেখে মনে হয় পূর্বের ও সবই মিছে।
দেশ ভরে ছিলো, বৃক্ষ লতা শস্য আর শ্যামলে
কোমল ফুটে থাকতো বিল ঝিল পুকুরের জলে।
রাতের বেলায় ঘরের পিছে ঝিঁঝিঁ ডাকতো কত
আষাঢ় নামলে ভ্যাঁক ভুঁক শব্দে ডাকতো ব্যাঙ শত শত।
মুরগীর পিছে শেয়াল দৌড়াতো শেয়ালের পিছে কুকুর
মানুষের ভয়ে প্রাণ বাঁচাতে ওরা চলে গেছে বহুদুর।
বসন্ত এলে কুহু শব্দে কোকিল ডাকতো ডালে ডালে
অভিমান করে আসেনা ভ্রমর মধু নিতে আর ফুলে।
শীত কালে আর হয়না পিঠা গ্রামের ঘরে ঘরে
বানাতো যারা তারাই বুঝি আজ চলে গেছে ওপারে।
শ্রাবণ মাসে ঘরে বসে আর গল্প করেনা কেউ
সবারই বুকে জমে আছে বুঝি শত দুঃখের ঢেউ।
ভাদ্র মাসে ধান কাটতে গায়না কেউ আর গান
যুগের সাথে তাল মেলাতে হাফিয়ে এসেছে প্রাণ।
মিলাদ পড়া যায়না দেখা মুসলমানের বাড়ি
যদিও পড়ে হঠাৎ কখনো তবুও তড়িঘড়ি।
পুঁথি পড়া লাগেনা চাচার সবাই পড়তে জানে
বেশি বিদ্যা শিখেছে ভেবে খোদা ভীতি নায় প্রাণে।
ঈদের মাঠে করেনা কেউ কারো সাথে কোলাকুলি
সেমাই রুটি খাওয়ার রেওয়াজ সবাই গেছে ভুলি।
মসজিদে বসে হয়না যে আর ধর্মীয় আলোচনা
সেথায়ও হয় নিন্দা গুজব পাপের ভয় করেনা।
কে বড় কে বা ছোট যায় না তো আর বোঝা
বাপের সামনে ছেলে করে দুষ্টামী হয়না তার সাজা।
শিক্ষক যেজন সেইতো আজ ছাত্রকে ভয় করে
বেয়াদবি দেখে মারতে গেলে হাত চেপে ধরে।
বিদ্যান যারা তারা সবাই ঘরে বসে কাঁদে
টাকাওয়ালারা দেশ চালাচ্ছে পন্ডিতরা বাদে।
স্বার্থ উদ্ধারে কেউবা আবার জুব্বা, টুপি পরে
কে ভাল আর কে বা মন্দ বুঝবে কেমন করে।
আদিম যুগে ছিলনা পোষাক তাই পরেছে গাছের ছাল
পোষাক থাকতেও উলঙ্গ থাকে হায়রে পোড়া কপাল!
যুগের সাথে তাল মেলাতে মানুষ করছে কত ঢঙ
মরণের কথা ভুলে সবাই মাখছে শত রঙ।
চোখের সামনে শত অন্যায়েও সবাই থাকে চুপ
এই তো হলো সোনার বাংলার সবুজে ঢাকা রূপ।

কবিতাটি ভাল লাগলে অবশ্যই জানাবেন। ভাল না লাগলেও জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!